গাঁয়ের পথে হঠাৎ দেখি
পালকি চলে তবে,
এমন সুন্দর পালকি এলো
কেমন করে ভবে।
খোকন সোনার ইচ্ছে ছিলো
ঘুরবে পালকি করে
পালকি বাহন হেলে দুলে
গাঁয়ের পথটা ধরে।
থেকে থেকে পালকি বাহক
দেখায় কত কিছু,
খোকন সোনার দেখার জন্য
ঘোরে পালকির পিছু।
অনেক দিনে দেখি নাই তো
গায়ের পথে পালকি,
কুসম চাচার ছোট্ট ছেলের
বিয়ে নাকি কালকি।
আধুনিক এই যুগে পালকির
প্রচলন নাই তেমন,
আগের যুগে নিত্য কাজে
প্রয়োগ হতো যেমন।
.
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
রচনাকালঃ
০৬/০৮/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পালকি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আধুনিক এই যুগে পালকির
প্রচলন নাই তেমন,
আগের যুগে নিত্য কাজে
ব্যবহার হয় যেমন।
loading...
দারুন মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত প্রিয় কবি।।।
loading...