আমার বাড়ি কাঁচের চুড়ি
আছে তবে ভূরি ভূরি
হয়ে গেছে কালকে চুরি
তা নিয়েছে কানা বুড়ি।
চুরি করা বুড়ির পেশা
রাতে বেলা করে নেশা
অবাধ তাহার মেলামেশা
পর জিনিসের প্রতি রেষা।
চুরি করে বাড়ি করে
নিজের মতো পথটি ধরে
নিজের স্বার্থে নিজের তরে
পাপে পাপে গেছে ভরে।
গ্রামের ভিতর সেরা বাড়ি
চুরি করে বড় গাড়ি
আছে তাহার চাঁদে হাঁড়ি
মিষ্টি কথা মুখে তারি।
চুরি করে জীবন চলে
নানা খেলার ইচ্ছে ছলে
বাড়ি আনে নানা ফলে
মিথ্যা আশা করে বলে।
রচনাকালঃ
২৮/০৭/২০২১
৪+৪/৪+৪
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
রঙ্গভঙ্গ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চুরি করে জীবন চলে
নানা খেলার ইচ্ছে ছলে
বাড়ি আনে নানা ফলে
মিথ্যা আশা করে বলে।
___ আসুন সহ-ব্লগারদের পোস্টে পাঠ-প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য দেই।
loading...
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।
loading...