মেঘ জমেছে, মোটা বউ

মেঘ জমেছে
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

জমেছে মেঘ আকাশ প্রাণে
ঘ্যাঙরঘ্যাঙর ব্যাঙের গানে
মনে লাগে ভালো,
দেয়া ডাকে হঠাৎ করে
থেকে থেকে বৃষ্টি পড়ে
নীল আকাশে কালো।

বাবুইপাখির বাসা দোলে
কৃষক ছেলে পথটি ভোলে
পায়না বাড়ি খুঁজে,
জুই চামেলি ফুল যে ফোটে
মধুর জন্য অলি ছোটে
আঁখি দু’টি বুঁজে।

আউশের ক্ষেত জলের তলে
কৃষকের চোখ ওই ছলছলে
বিষাদগ্রস্ত মনে,
করিবে কি ভেবে চলে
বর্ষাকালে নানা ফলে
থাকে ফলজ বনে।

তমাল তরু নতুন সাজে
নীল আকাশে মাদল বাজে
মন যে থাকে ভয়ে,
কখন আসবে হঠাৎ বৃষ্টি
ধরার বুকে অনাসৃষ্টি
হবে জিনিস ক্ষয়ে।

রচনাকালঃ
২৭/০৭/২০২১
————————–
মোটা বউ
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪+৪+২ স্বরবৃত্ত ছন্দ

বউটি তাহার অতি মোটা জায়গা হয় না খাটে
শোবার কালে বিবাদ লাগে নিত্য দিনের রাতে।
ছোট্ট তাদের খাটটি রে ভাই আঁটবে পাতলা মানুষ,
কে যেন রে বাতাস দিয়ে ফুলে রাখে ফানুস।

ঘুরে শোবার কালে স্বামী খাটটি থেকে পড়ে
ঘুমের ঘোরে হঠাৎ করে খাটটি চেপে ধরে।
মোটা হওয়া অতি জ্বালা সব কাজেতে কষ্ট,
শোবার কালে রাতে বেলা হয় যে ঘুম ভাই নষ্ট।

মোটা মানুষ অনেক লোকে ভালো লাগে নারে
অবজ্ঞা নয় মানুষ সেযে ভালোবাসো তারে।
সব সময়ে বেশি খাবার নিজে নিয়ে খেতে
হাতির মতো হেলে দুলে সদা চলে যেতে।

ছোট্ট ঘরে থাকা খাওয়া স্ত্রীর কষ্ট জ্বালা
কে দিলে রে দুখের ঘরে সুখের একটু আলা।
শোবার কালে পুরো খাটটি তাহার লাগে তবে
এমন মোটা মানুষ যে ভাই দেখি নি রে ভবে।

সুখের দুখে মোটা মানুষ সদা ভেবে চলে
কখন কি যে হয়ে যাবে নাহি আসে বলে।
সবাই মানুষ চিকন মোটা ভেদাভেদ নাই তোরে
সুখে দুখে সব সময়ে ধরো হাতটি জোরে।

রচনাকালঃ
২৩/০৭/২০২১

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
মেঘ জমেছে, মোটা বউ, 5.0 out of 5 based on 2 ratings
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৯-২০২১ | ৯:২৮ |

    শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif
    আসুন অন্যান্য লিখকদের লিখায় পাঠ প্রতিক্রিয়া জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • জাহাঙ্গীর আলম অপূর্ব : ১০-০৯-২০২১ | ২০:০৮ |

      দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।। 

      শুভকামনা রইল সতত।।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...