কেমন সময় মাগে, মা পরম ধন

কেমন সময় মাগো
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৫+৫/৫+২

মাগো তুমি কি বলতে পারো
করোনা যাবে কবে
মুক্ত ভাবে মানুষ দেশে
নানান বেশে রবে।

শহর খানি ফাঁকা জায়গা
নেই কোথায় কেউ
মাগো আবার আসবে বলে
করোনা দুই ঢেউ।

নেইতো কারো মা মুখে হাসি
সদা মলিন মুখ,
সবার ঘরে নেই অন্ন
পাবে কি তারা সুখ।

হতাশা নিয়ে জীবন চলা
যায় কিরে মা কভু
লক ডাউন দিয়ে শাসন
রোধ করেছে তবু।

মানবতা রে সকল থেকে
গেছে কবে মা চলে,
ছেলেমেয়েরা মাতা পিতাকে
ফেলে নানান ছলে।

রচনাকালঃ
০৩/০৭/২০২১
————————————–
মা পরম ধন
জাহাঙ্গীর আলম অপূর্ব

২+৪+৪+৪

মাগো আমার জান্নাত
হলে তুমি সবার সেরা,
মায়া জালে তোমার
মনটা থাকে সদা ঘেরা।

তোমার স্নেহের সাথে
নেই তুলনা কারো কভু
মাকে আমরা সবাই
বাসবো ভালো পণ যে তবু।

তোমার পরশ পেয়ে
ধন্য আমি মাগো ভবে
তুমি খুশি থাকলে
সহজে স্বর্গ মিলবে তবে।

সুখে দুখে সদা
থেকো মাগো পাশে পাশে,
বলো পৃথিবীতে
কারো দায়ে কে’যে আসে।

জীবন সংগ্রামে যে
মাগো একলা লড়তে হবে,
তুমি পাশে থাকলে
যাবে কেটে বাঁধা সবে।

রচনাকালঃ
০১/০৭/২০২১

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৮-২০২১ | ৭:৪৪ |

    জীবন সংগ্রামে যে
    মাগো একলা লড়তে হবে,
    তুমি পাশে থাকলে
    যাবে কেটে বাঁধা সবে।

    ___ পরিশ্রমও আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...