৬+৬+৬+২ মাত্রাবৃত্ত ছন্দ
টাকার পিছনে সকলেই ছুটে
হিতাহিত জ্ঞান ভুলে,
পাপের টাকায় পুরো ধরা শেষ
যাই কিরে পাপ ধুলে।
টাকার জন্য দূর্নীতি করে
সাধু সেজে আছে বসে
ধরার ভন্ড সকল কিছুই
নিজের জন্য খসে।
যত হানাহানি যত খুনাখুনি
সবই টাকার তরে,
মানবের মনে মানবতাহীন
প্রতিটি যে ঘরে ঘরে।
দুনিয়ার মোহে জীবন বিরহে
টাকা চাই ভাই টাকা,
পেতে টাকা শত খুন হয় থাকে
যখন পকেটে ফাঁকা।
টাকার পিছনে ছুটে টাকা ধরে
করেছো বিশাল বাড়ি,
তার সাথে তুমি করেছো অনেক
দামি দামি বহু গাড়ি।
রচনাকালঃ
১০/০৭/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যত হানাহানি যত খুনাখুনি
সবই টাকার তরে,
মানবের মনে মানবতাহীন
প্রতিটি যে ঘরে ঘরে।
____ ঠিক তাই প্রিয় কবি অপূর্ব।
loading...
শুভকামনা রইল।।

loading...
আমার আরেকটা কবিতা কোথায়।।।
দুটো কবিতা ছিলো।।
loading...