৪+৪/৪+২
বাবা তুমি আমার কাছে
আনন্দ আর হাসি
তোমায় ছাড়া আমি শুধু
নয়ন জলে ভাসি।
ছেলেবেলার ইচ্ছে খুশি
ধরেছি যে বায়না,
তোমাক ছাড়া আমার মনে
আর তো কিছু চাইনা।
বাবা তুমি ছিলে আমার
নিত্য খেলার সাথী,
আঁধার রাতে চলার পথে
চাঁদের মতো বাতি।
বাবা তুমি সুখের জন্য
খেটেছো কত বেলা,
গায়ের ঘামে হয়েছে যে
জল সাগরে মেলা।
বাবা তুমি আমার কাছে
বৃক্ষের মতো ছায়া,
এই ধরাতে তোমার মতো
নেই যে সুন্দর কায়া।
রচনাকালঃ
২২/০৬/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাবা তুমি আমার কাছে
বৃক্ষের মতো ছায়া,
এই ধরাতে তোমার মতো
নেই যে সুন্দর কায়া।
loading...
শুভকামনা রইল প্রিয় কবি।
loading...
শুভকামনা রইল
loading...