রক্তাক্ত কাব্য প্যালেস্টাইন

Gaza_Attacked_01

আমি প্যালেস্টাইনের হামজার মা বলছি
আর কত বোমা বিস্ফোরণ হব
আর কত রকেট দিয়ে নিক্ষেপ করবে ক্ষেপণাস্ত্র।
আর কত আমার হামজার মতো ঝরে পড়বে অকাল প্রাণ,
আমার মেয়ের মতো আর কত মেয়ের লুণ্ঠন হবে ইজ্জত,
আর কত গাঁজায় লাশ পড়ে থাকবে ধ্বংসস্তূপের নিচে ।
আমার জন্মভূমি প্যালেস্টাইন তা আজ
বিস্ফোরণে বিস্ফোরিত হয়ে তামাতামা হয়েছে
ঐ ট্রয়নগরীর মতো
নেই জনজীবনে স্বস্তির নিঃশ্বাস,
সদা ভয়,শুধু আতঙ্ক চারদিকে,
আবার কখন নিক্ষেপ হয় ক্ষেপণাস্ত্র।

নেই কি তেমন কেউ শুনবে এই ছোট্ট শিশুর আর্তনাদ
আর নিপীড়িত মায়ের করুণ আহাজারি,
রক্ষা করবে এই নরক থেকে,
সকলে আজ বিবেক বর্জিত হয়ে বসে আছি।
দেখছে ইহুদিদের মুসলমান নিশ্চিহ্ন করার খেলা
কোথায় জাতিসংঘ, কোথায় ওআইসি,কোথায় নিরাপত্তা পরিষদ।
সকলে স্তব্ধ হয়ে গেছে আজ
আমাদের এই করুণ দৃশ্য দেখে।
ইহুদিদের ধ্বংসলীলায় প্যালেস্টাইন পরিণত হয়েছে রক্তাক্ত কাব্যে।

রচনাকালঃ
১২/০৫/২০২১

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৫-২০২১ | ১১:২৮ |

    ইহুদিদের ধ্বংসলীলায় প্যালেস্টাইন পরিণত হয়েছে রক্তাক্ত কাব্যে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...