যেদিন আমি সদ্য প্রস্ফুটিত ছিলাম
গগনের তারকারাজি মতো উজ্জ্বল হাসিররেখা ছিল
অজস্র মানুষের বদনখানিতে ।
শুধু আমার জন্মদাতা জন্মদাত্রী
এপাড়া ওপাড়া কত না কত মিষ্টি বিলিয়েছ,
এ খবর দেবে শুধু, লোক থেকে লোকান্তরে।
জীবন দীর্ঘ নয়,
সময়ে পরিক্রমায় শৈশব কৈশোর কাটিয়ে
যৌবনে পদার্পণে পেলাম জীবন সাথী
কিছুকাল যৌবনের মহাসঙ্গীতের রঙ্গ।
দেখতে দেখতে নিমেষেই সময় বাষ্পীভূত হয়
এই রঙ্গের দুনিয়ার মোহ বোঝার আগে,
মৃত্যুর দূত আসে চলে।
যেদিন আমি চলে যাব,
সেই দিনে লোকে বলবে,
ঐ সেই দিনে প্রস্ফুটিত ছেলেটা, এমন অকাল পক্ক হল।
দুনিয়াতে চরম এক সত্য সে হল মৃত্যু,
প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি সব শেষ মৃত্যুর কাছে,
অবশেষে হার মানতে হবে মৃত্যুর কাছে
সত্যি এই হল জন্ম – মৃত্যু।
রচনাকালঃ
০৬/০৫/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি সব শেষ মৃত্যুর কাছে,
অবশেষে হার মানতে হবে মৃত্যুর কাছে
সত্যি এই হল জন্ম – মৃত্যু।
loading...
হুম।।।
শুভকামনা রইল
loading...