গায় সত্যের জয় গান
ধরনীর বুকে সত্য বড় মহীয়ান।
সত্যের পথ ধরে চলে গেছে আলা রাসূল নবী
আরও চলছে কত সাধু সন্ন্যাসী দার্শনিক কবি।
সরল সঠিক পন্থায় বিধাতা তুমি আমাদের দাও গো বলি
যে পন্থা দিয়ে আসবে ধরণীতে সত্যের মহাগ্রন্থের নিয়মাবলি।
সত্য চির অম্লান –
ধরণীতে সকলে করে সত্যের জয় গান।
সত্যের অনুসন্ধানে বুদ্ধ করলেন কত ধ্যান
তাতে সে পেয়ে মহাসত্যের অজস্র জ্ঞান।
সত্যের খোঁজে কৃষ্ণ গেল গয়া কাশী বৃন্দাবন
তবুও দীর্ঘদিন ঘুরে বেড়ায় শান্ত হয়নি মন।
সত্য যে ভীষণ ভীষণ ভালো
মিথ্যা যে জনম জনমের কালো।
হয় না কো কখনো মিথ্যার জয়
চড়াই-উতরাইয়ের সদা সত্যের জয়, সত্যের জয়।
রচনাকালঃ
১৮/১১/২০১৯
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হয় না কো কখনো মিথ্যার জয়
চড়াই-উতরাইয়ের সদা সত্যের জয়, সত্যের জয়।
loading...
আমি ভীষণ দুঃখ পাই … যখন দেখি সতত পরিশ্রম নিয়ে একটি লিখায় পাঠক পড়েন ঠিকই অথচ সামান্যতম উচ্ছাস বা হতাশ; এমন কোন শাব্দিক প্রকাশ করতে চান না।
loading...