ওগো প্রেয়সী,
দীর্ঘ প্রতীক্ষার পর আজ জানতে পারলাম,
তুমি নাকি অন্যের ঘরের ঘরণী হয়েছ।
তোমাকে এক পলক দেখবার মনে অভিলাষ হয়েছে,
তোমায় তো পারব না দেখতে,
বুকে গিরি সমতুল ব্যাথা নিয়ে এই চিঠি খানা,
আমি তোমাকে লিখছি, সত্যি তোমাকে লিখছি,
প্রেয়সী, জানি তুমি আছ ভালো,
তোমার সম্বন্ধে জানতে বড় অভিলাষ হয়।
আমার সম্বন্ধে, তোমার জানতে অভিলাষ হয় না বুঝি।
আমি কেমন আছি, কি করছি।
ও তুমি তো আমার সম্বন্ধে জানবে কেন?
আমার স্থান তো আজ অন্যের দখলে।
তুমি কি আজও তাকে সাথে নিয়ে পার্কে যাও,
এবং মিষ্টি হেসে কথা কও,
একটু দেরিতে গেলে আজও কি তোমার মান অভিমান হয়,
জানতে বড় অভিলাষ হয়,
তবে আমার তো জানার কোনো অধিকার নেই।
তবুও তা আমার জানতে বড় অভিলাষ হয়।
.
রচনাকালঃ ২৮/০৪/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতার ভাব বোধনে মুগ্ধ হলাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
loading...
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।
loading...
ভালো লাগলো
loading...
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত প্রিয় কবি।।।।
loading...