ওগো প্রেয়সী,
ভালোবেসে সৃষ্টিকর্তা সৃজিয়েছে এই ধরা।
ভালোবেসে কবি লেখে কবিতা,
শিল্প আঁকেন কত শত ছবি।
যেদিন তোমার হাত আমি ধরেছি
সেইদিন থেকে আমি খুঁজে পেয়েছি অজস্র স্বপ্ন
তোমার স্পর্শ আমার হৃদয়ে সুপ্ত স্বপ্নগুলো
আজ জাগ্রত হয়েছিল।
আমি তোমায় কেন প্রপোজ করেছিলাম জানো,
কারণ আমি তো তোমার চোখে রঙিন স্বপ্ন দেখেছিলাম,
তুমি ছিলে স্বাপ্নিক বলে আমি তোমায় ভালোবেসে ছিলাম।
আমি জানি ভালোবাসার আরেক নাম স্বপ্ন।
রচনাকালঃ
১৪/০২/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি ছিলে স্বাপ্নিক বলে আমি তোমায় ভালোবেসে ছিলাম।
আমি জানি ভালোবাসার আরেক নাম স্বপ্ন। ___ রোম্যান্টিক কবিতা।
loading...
শুভকামনা রইল
loading...
অসাধারণ প্রকাশ ।
loading...
শুভকামনা রইল
loading...