আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা,
যেদিন গুলোতে আমরা দু বন্ধু মিলে,
বাসন্তী ফুল গাছের নিচে বসে কাটিয়েছি প্রহর ।
আমার সব, সব মনে আছে,
কিন্তু তুমি নেই, বন্ধু।
সকাল বেলা একসাথে হাতে হাত রেখে
দৃপ্ত পায়ে পুলকিত মনে আমরা হেঁটেছি কত,
আজ তা শুধু মাত্র স্মৃতি হয়ে মনে উঁকি দেয়।
স্কুলের টিফিনের সময়গুলোতে করেছি কত আনন্দ,
খেলেছি কত শরতের বিকালে লুকোচুরি খেলা।
বর্ষাকালে নদের জলে সাতার কেটেছি কত,
সেই নদ এখনো আছে, শুধু ব্যস্ত সময়।
রচনাকালঃ
৩০/০৩/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আরো সুন্দর লেখা চাই কবি
loading...
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল
loading...
জীবনের গতি এবং প্রকৃতি এমনই প্রিয় কবিবরেষু জাহাঙ্গীর আলম অপূর্ব।
loading...
শুভকামনা রইল
loading...