তুমি চাইলে আমি বিহগের মতো গান গেয়ে যাব,
শুধু তোমায় শুনবো বলে।
তুমি চাইলে আমি স্রোতস্বিনী হব,
অবিরাম জল দেব তোমার জন্মভূমিকে।
তুমি চাইলে আমি নেতা হব, বিশ্বনেতা,
তোমার কথায় শাসন করব সারাবিশ্ব।
তুমি চাইলে আমি ঘাসফুল হব,
হওয়ায় দোল খাব তোমায় আনন্দ দেবার জন্য।
তুমি চাইলে আমি কবি হব,
তোমায় নিয়ে রচিব অজস্র কবিতা।
তুমি চাইলে আমি তোমার জন্য সব করব,
যা তুমি আমার কাছে চাইবে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অভিনন্দন এবং শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
loading...
শুভকামনা রইল
loading...