অশ্রুসিক্ত দুই নয়নে
বসে স্রোতস্বিনীর ধারে,
আনমনা কবি হয়ে খুঁজি প্রিয় জনে,
আসবে তবে বলেছিলে
ফোনের এসএমএসে,
সে তো এলে না, কেন?
তোমার অপেক্ষায় বসে বসে
তোমার স্কেচ মাটিতে একেঁ,
তরুলতার পাতার রং বেরংয়ের
কালার করে,
করছি তোমায় মনে।
পর দিবসে চেয়ে দেখি,
এসেছে জোয়ার ভাটার টানে।
স্রোতস্বিনীর মোহনায় পরিস্কার হয়
আছে যত ময়লা আবর্জনা,
তুমি আমার জীবনের অনন্য অর্জন,
এসো না ওগো প্রিয় সোনা।
অপেক্ষায়, অপেক্ষায় দিন ফুরাল
এবার যাবার পালা,
তুমি আমারে গেছে ভুলে
মনের দিয়েছে তালা
রচনাকালঃ
১১/১১/২০১৯
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব সুন্দর কথামালা I ভালো লাগলো❤️
loading...
শুভকামনা রইল
loading...
শুভেচ্ছা জানবেন কবি।
loading...
শুভকামনা রইল
loading...