হয়তো বা কোনো এক স্নিগ্ধ ভোরে
ঐ জামরুল গাছের মগ ডালে পাখি বসে গাইবে,
শিশিরে ভেজা ধানক্ষেতের পাশে ফিঙে
তার মনের অভিলাষে নেচে যাবে।
চারদিকে বাসন্তী ফুলের সৌরভ ছড়বে
তরুলতার নব সাজে সজ্জিত হবে চারিদিক।
ঐ পথের ধারে থাকা বুভুক্ষা মাছরাঙাটি
অধীর আগ্রহে খাদ্যের প্রতীক্ষায় থাকবে।
মাছরাঙাটির প্রতীক্ষার প্রহর শেষ হবে কি হবে না
তা জানে ঐ রিজিকদাতা।
শীতের আগমনে ঝরে পড়বে তরুলতার পাতা,
প্রতীক্ষিত পথিকের পদদলিত হয়ে মর্মর ধ্বণি উঠবে
তারপর প্রকৃতি আবার ফিরে পাবে নিজস্ব স্বকীয়তা।
হয় তো বা কোনো এক গ্রীষ্মের দুপুরে
মাঠ ঘাট খাঁ খাঁ করবে
সেই দিন পথিক থাকবে বৃষ্টির প্রতীক্ষায়।
হয়তো বা কোনো এক শরৎ মেঘের ভেলা
পথিকের মন ছুয়ে যাবে,
তবুও শেষ হবে না পথিকের সেই প্রতীক্ষার প্রহর।
রচনাকালঃ
১০/০৩/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনি কোথায় কবি !!!!!!!!!!!
মন্তব্যের ঘরে আপনার উপস্থিতির অপেক্ষা করি। 
loading...
শুভকামনা রইল
loading...