অপূর্ণ জীবনের প্রহর গুলো

আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম
তা আমাকে ফিরিয়ে দাও।
তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল
সুখে দুঃখে থাকবে পাশে পাশে
ছলনা করে ছেড়ে গেলে তুমি
বিরহ অনলে পুড়ছি আমি
আমাকে ফিরিয়ে দাও,
আমার ভালোবাসা।

যে ভালোবাসা ছিল আমার হৃদয়ে সুপ্ত
তা কেন করলে জাগ্রত,
ভালোবাসার জন্য ছোট্ট নীড়ে পাখিরা ঘুমায়
ভালোবেসে কবি লেখেন কত শত কবিতা
ভালোবেসে শিল্প আঁকেন কত শত ছবি
ছলনার তরে নয়।
ফিরিয়ে দাও –
আমাকে ফিরিয়ে দাও
আমার সেই প্রথম ভালোবাসা।

দেবদাস হয়ে আমি ঘুরি বনে জঙ্গলে
খাঁ,খাঁ করে আমার গৃহস্থালি
আমার জন্য কাঁদে আমার জনম দুঃখিনী মা
আমাকে ফিরিয়ে দাও,
আমাকে ফিরিয়ে দাও,
আমার ভালোবাসা।

এখন কর কেন ঘৃণা অহংকার
বার বার বলছিলাম বাসব ভালো আজীবন তোমারে
বুঝল না তো
ছলনা করে চলে গেলে
ফিরিয়ে দাও,
আমাকে ফিরিয়ে দাও,
আমার দেওয়া সেই নিখুঁত ভালোবাসা।

আমার ভালোবাসায় ছিলো না কো অভিমান
তুমি শুধু করছে আমায় অপমান,
ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও, আমার সেই পবিত্র ভালোবাসা।

যার জন্য আমার জীবন এখন নরকময়
তুমি তো তাই চেয়েছিলো
তাই না –
ফিরিয়ে দাও
আমাকে ফিরিয়ে দাও
আমাকে দেওয়া সেই নিঃস্বার্থ ভালোবাসা।

আমার জীবনের অর্পণ প্রহর গুলো কাটবে কেমন করে
তোমায় ছাড়া আমার জীবন চলবে কেমন করে
দুখ আমার নিত্য সাথী
শুধু তোমার জন্য
ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও আমার সেই নির্লোভ ভালোবাসা।

দিবসে নিশিতে তোমার স্মৃতি আমাকে কাঁদায়
নিশ্চুপ থাকতে দেয় না
ফিরিয়ে দাও
আমাকে ফিরিয়ে দাও
আমার সেই আনন্দঘন মহূর্ত গুলো ।

বলছিলে তুমি আমি তোমার জীবন মরণ
আমিই তোমার সব-
স্বার্থের জন্য ভুলে গেলে তুমি দেওয়া সেই কথা
সারা জীবন রইল আমার তোমার দেওয়া ব্যথা।
আমাকে ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও
আমার মনে শান্তি
পারবে না তো।

অর্পূণ আমার জীবন পূর্ণ থেকো তুমি
মরণ হলে দেখে যেও আমরা মুখ তুমি
এই মোর এই ধরার শেষ চাওয়া-
চাইবো না আর কিছু
তুমি চিরকাল সুখে থেকো ,
সুখে থাকাে, সুখে থেকো।

——–++
রচনাকালঃ
২১-১২-২০১৯

উৎসর্গঃ
(ছলনাকারীকে)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৩-২০২১ | ১৯:৪৭ |

    আপনার জন্য শুভ কামনা রইলো প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।

    একটা বিষয়, নিয়মিত আপনার লিখা পড়তে পারার সুযোগ হলেও ব্লগে আপনার সহ-ব্লগারদের লিখায় আপনার উপস্থিতি নেই বললেই চলে। এমনকি নিজের পোস্টেও না। এমন ধারা চললে আপনার পাঠক কমতে পারে। যা কিনা কারু কাম্য নয় কবি। Smile

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ১৫-০৩-২০২১ | ২০:১১ |

    দারুণ লিখেছেন দাদা। শুভেচছা সহ শুভকামনা থাকলো।

    GD Star Rating
    loading...