মুজিবের অবদান

banga

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
মুজিব তোমার নাম,
এই ধরাতে তোমার সমতুল
নেই তো কারো দাম।

বাঙালির সুখে হাসতে তুমি
কাঁদতে বাঙালির দুখে,
নিজের স্বার্থ তুচ্ছ করে তুমি
দাঁড়াতে মৃত্যুর মুখে।

লোভ লালসা দেখিয়ে তোমায়
কিনতে পারেনি কেউ,
তার জন্য তোমার জীবনে আসতো
পাক শাসকদের ঢেউ।

মিথ্যা মামলায় অভিযুক্ত করে তোমায় ওরা
রুখতে চেয়েছিল যে কত,
তোমার ডাকে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাকে বাঁচাতে
বাঙালি যে শত-শত।

তোমার অসামান্য নেতৃত্বের জন্য বাঙালি
ফিরে পেয়েছে আপন মাতৃভূমি,
তার জন্যই তো তুমি ও হে মুজিব
বাঙালি জাতির জনক তুমি।

হে মুজিব যদি জন্ম তোমার না হতো
এই বাঙালির বাংলায়,
তাহলে বাঙালিকে থাকতে হতো
আঁধার অমাবস্যায়।

তোমার অবদান কভু ভুলবার নয়
এনে দিয়েছে বাংলার স্বাধীনতা,
তুমি ছিলে বলে বাঙালি পেয়েছে
তাদের নিজস্ব স্বকীয়তা।

রচনাকালঃ
২৭/02/202

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মহাশয় : ০৯-০৩-২০২১ | ১৫:১১ |

    ভালো লাগলো।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১০-০৩-২০২১ | ৭:৪৮ |

    তোমার অবদান কভু ভুলবার নয়
    এনে দিয়েছে বাংলার স্বাধীনতা,
    তুমি ছিলে বলে বাঙালি পেয়েছে
    তাদের নিজস্ব স্বকীয়তা।

    ____ পরম শ্রদ্ধা হে মহানায়ক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...