ঊনচল্লিশ বছর পর,
আজ শীতের হিমেল হাওয়ার স্পর্শে কাপড় গায়ে জড়িয়েছি,
শুধু তুমি আসবে বলে।
তোমার আগমনের বার্তায়,
আমি শীতের পিঠাপুলি তৈরি করেছি,
এনেছি তোমার প্রিয় খেজুরের রস।
ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন শীতের পিঠাপুলি খায়নি,
আনিনি কখনো আমার বাড়িতে খেজুরের রস।
ঊনচল্লিশ বছর পর,
আজ বসন্তদূতের গান শুনেছি,
শুধু তুমি আসবে।
তোমার আগমনের বার্তায়,
তরুলতার সাথে আমিও সেজেছি
শুধু তোমায় দেখাব বলে।
ওগো প্রিয়, শুধু তুমি ছিলে তাই,
আমি কোনো দিন বসন্তদূতের গান শুনিনি,
সত্যি প্রিয়, আমি কোনো দিন সাজিনি।
ওগো প্রিয়, শুধু তুমি ছিলে তাই,
আমি ঊনচল্লিশ বছর স্থবির ছিলাম,
তোমার আগমনের বার্তায় আজ আমি প্রাণের স্পন্দনে স্পন্দিত হয়েছি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
loading...