ভালোবাসা পাপ নয়
কেন, ভুল জেনে রেখে ভালোবাসা,
স্বর্গের ফুল ভালোবাসা
ধনী দরিদ্র সবাই তো সমান
ভালোবাসা তো বিধাতার দান।
ঘৃণা আছে বলেই তো ভালোবাসা আছে
সুখ আছে বলেই তো দুঃখ আছে,
অন্ধকার আছে বলেই তো আলো আছে
দরিদ্র আছে বলেই তো ধনী আছে,
বেদনা আছে বলেই তো পৃথিবীতে আনন্দ আছে।
অন্ধকার বিহীন আলো অর্থহীন
দুঃখ বিহীন সুখ মূল্যহীন।
যদি আগে পাও সুখ
তবে ভোগ কর রাশি রাশি দুখ,
যদি আগে পাও দুখ
তবে ভোগ কর অশেষ সুখ।
দুঃখ বিহীন কেউ সুখের সন্ধান খুঁজে পাবে না
দুঃখ কষ্টের মাঝে মানুষ তো হাবুডুবু খাবে
তাতেই মানুষ প্রকৃত অর্থে সুখ লাভ করবে।
রচনাকালঃ
১৩/০৭/২০২০
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দুর্দান্ত উপস্থাপন ।
loading...
শুভকামনা রইল
loading...
দুঃখ কষ্টের মাঝে মানুষ তো হাবুডুবু খাবে
তাতেই মানুষ প্রকৃত অর্থে সুখ লাভ করবে।
loading...
হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল
loading...