একজন মানুষের তখনই মৃত্যু হয়
যখন পৃথিবী থেকে তার সকল সৃষ্টিকর্ম
স্মৃতি বিস্মৃতি গুলো বিলীন হয়ে যায়।
সেই মানুষের কখনোই মৃত্যু হয় না
যার সৃষ্টিকর্ম বিরল
সেই মানুষের কখনো মৃত্যু নেই
সে চির অমর
সেই চির অমর।
একটি জাতির তখনই মৃত্যু হয়
যখন সেই জাতির শিল্প সংস্কৃতি
ধ্বংস লীলায় পরিণত হয়
যখন সেই জাতি পরাবলম্বন করে
এবং দাসত্ব মেনে নেয়
তখনই সেই জাতির মৃত্যু হয়
অস্তিত্ব বিলীন হওয়ার সাথে সাথেই।
অজস্র মানুষ এসেছে এই পৃথিবীতে
যারা কর্ম করে নাই
তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে
কেউ আর তাদের মনে করে না
এই পৃথিবীতে কোনো মূল্য নেই তাদের।
তাই জীবনের দৈর্ঘ্য যাই হোক না কেন
কর্মই পরম ধর্ম
কর্মেই মানুষ বাঁচে অন্যটা নয়
তাই অমর কর্ম কর।
রচনাকালঃ
২৩/১২/২০২০
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
একজন মানুষের তখনই মৃত্যু হয়
যখন পৃথিবী থেকে তার সকল সৃষ্টিকর্ম … স্মৃতি বিস্মৃতি গুলো বিলীন হয়ে যায়।
কবিতার উচ্চারণকে একদম চিরন্তনী করে গড়ে তুলেছেন কবি অপূর্ব। অভিনন্দন।
loading...
ঠিক বলেছেন কবি
শুভকামনা রইল
loading...
এভাবে এগেতে হয় কবি দা
loading...
শুভকামনা রইল কবি
শুভকামনা রইল
loading...