চিঠি

399372_150

ওগো প্রেয়সী
অকস্মাৎ জানতে ইচ্ছে করে
তুমি কেমন আছ।
আমি জানি তুমি দেবে না
আমার এই চিঠির উত্তর
তবুও তোমাকেই লিখছি
জানতে ইচ্ছে বড়
তোমার দোরের কাছে রক্তিম জবা গাছে
নতুন ফুল আদৌও ফোটে
জানালার পাশে ভোরের শিশিরে
আদৌও কি পাখি গায়
তোমার পোষা বিড়াল আদৌও
কি মিউ মিউ করে
সত্যি জানতে বড় ইচ্ছে করে।

তোমার পড়ার টেবিলের পাশের স্রোতস্বিনীটা
কি সেই আগের মতোন বইছে
তুমি কি আদৌও শরতের ফুল দেখে
মনের অভিলাষে হাসো
জানতে বড় ইচ্ছে করে।

আমার এ্যালবামের পাশে তোমার সেই ছবিটা
আদৌও আছে
তোমার এ্যালবামের পাশে আমার
সেই ছবিটা আছে কিনা জানতে বড় ইচ্ছে করে
নাকি অভিমানে তা নষ্ট করছো।

আজও কি তুমি আমার কথা ভাবো
নাকি পার্কের দিনের মতোন আজও প্রহর গুনছো
জানতে বড় ইচ্ছে করে ওগো প্রেয়সী
জানতে বড় ইচ্ছে করে।

তুমি কি আদৌও আমায় বল
লোফার, ইস্টুপিট, দুষ্ট
সত্যি ওগো প্রেয়সী
আমার আজ জানতে বড় ইচ্ছে করে।

তুমি কি রাগ অভিমান হলো
গগনে তাকিয়ে দেখ অজস্র তাঁরার মেলা
জানতে বড় ইচ্ছে করে ওগো প্রেয়সী
জানতে বড় ইচ্ছে করে।

কেন তুমি ছেড়ে চলে আমায়
স্বার্থপরের মতোন
জানি না আসলে আমার কি অপরাধ
আমি তো তোমার কোনো চাওয়া পাওয়া
রাখিনি অপূর্ণ
তাহলে কেন তুমি এমন করলে আমার সাথে
নাকি তোমার মনের দোর আমার জন্য বন্ধ করে রেখেছে
আমি তো তোমায় বাংলা আনাচেকানাচে খুঁজেছি
ওগো প্রেয়সী তুমি কোথাও নেই
তুমি কোথায় আছ জানতে বড় ইচ্ছে
সত্যি জানতে বড় ইচ্ছে করে
বল না বল
ওগো প্রেয়সী তুমি কোথায় আছো।

বুকে গিরি সমতুল ব্যাথা নিয়ে আজও
আছি বেঁচে শুধু তোমার অপেক্ষায়
কখনো আসবে তুমি
কখনো আসবে তুমি
কখনো আসবে
সেই অপেক্ষায়।

রচনাকালঃ
৩০/১০/২০২০

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৫-১২-২০২০ | ৮:৫৮ |

    ধীরে ধীরে আপনার সমস্ত কবিতার মুগ্ধ পাঠক হয়ে উঠছি। অভিনন্দন কবি অপূর্বhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • জাহাঙ্গীর আলম অপূর্ব : ২৫-১২-২০২০ | ৯:৫৪ |

      মন্তব্য পাশে থাকবেন 

      এটাই আমার চাওয়া 

      ভালো থাকুন সদা প্রিয় কবি 

      সুস্থ থাকুন 

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ২৫-১২-২০২০ | ১১:৫৬ |

        শুভেচ্ছা ধন্যবাদ কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। Smile

        GD Star Rating
        loading...
      • জাহাঙ্গীর আলম অপূর্ব : ২৫-১২-২০২০ | ১৬:৩৫ |

        শুভকামনা রইল প্রিয় কবি 

        GD Star Rating
        loading...
  2. ফয়জুল মহী : ২৫-১২-২০২০ | ১৩:৪২ |

    চমৎকার লিখেছেন, 

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৫-১২-২০২০ | ১৩:৪৩ |

     পাঠে মুগ্ধ হলাম I শুভ কামনা ও দোয়া রইলো আপনার জন্য I 

    GD Star Rating
    loading...