দেশে থাকতে চাই

লটারির মাধ্যমে সুযোগ পেলাম
জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার জন্য
দূর থেকে দূরের কোনো দেশ
কিন্তু আমার মন তো বলে –
আমি যাব না,যাব না আমি
যাব না আমার জন্মভূমি ছেড়ে
যেথায় লেগে আছে আমার মায়ের স্নেহ স্পর্শ
সকল জ্ঞাতি সম্পর্ক গুলো
যেখানকার আকাশ বাতাস গ্রহ তারা
সবাই আমায় চেনে
তারা জানে যে আমি কোনো অভ্যাগত নই
নই কোনো আমি ভিনদেশী পথিক
আরও জানে ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা
শোকার্ত কদম মালী
আমার জন্মভূমির মনোরম পরিবেশ
আমার সবচেয়ে বেশি ভালো লাগে
যেথায় পাখি গায়, বায়ু বয়
আর সূর্যের ঝলকে ফোটে মৌসুম ফুল
এরূপ মনোরম পরিবেশ ছেড়ে
আমি দেশ ত্যাগ করতে চাই না
চাই না আমি
চাই না দেশ ত্যাগ করতে ।

করলে দেশ ত্যাগ ওরা তো সবাই
আমায় বলবে “রোহিঙ্গা ”
রিফিউজি বলবে “রিফিউজি ”
কেন আমি করব দেশ ত্যাগ
আমি তো পেয়েছি স্বাধীন দেশ
আমি তো স্বাধীন জাতি
আমি তো পেয়েছি লাল আর সবুজের পতাকা
যেখানে নেই কোনো শোষণ নিপীড়ন
কিনেছি আমার জন্মভূমিকে এক সাগর রক্ত দিয়ে
যার জন্য হরিত হয়েছে আমার মা আর বোনের ইজ্জত
এত কষ্ট করে জন্মভূমি পেয়েছি
তাহলে আমি কোন আশা দেশ ত্যাগ করব
চাই না আমি
সত্যি, সত্যি, সত্যি আমি তো চাই না দেশ ত্যাগ করতে
আমি এমন সুন্দর প্রকৃতির নিয়ামতপূর্ণ দেশ ছেড়ে চলে যেতে না
আমার মন চাই না
কি পায় নি আমি দেশের কাছে
বরং আমি নিজে কিছুই দিতে পারিনি দেশকে
আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি জন্মভূমিকে
তাই আসুক যত সুযোগ সুবিধা
চাই না দেশ ত্যাগ করতে
তাই আমার সবিশেষ অভিলাষ
জন্মভূমির মাটিতে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি
তাই আমি দেশ ত্যাগ করতে চাই না
চাই না দেশ ত্যাগ করতে
চাই না।

রচনাকালঃ
২০/১১/২০২০

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-১২-২০২০ | ৯:৫১ |

    জন্মভূমির মাটিতে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি
    তাই আমি প্রত্যাবর্তন করতে চাই না
    চাই না প্রত্যাবর্তন করতে
    চাই না।

    অসাধারণ হয়েছে মনের ভাব প্রকাশ। শুভ সকাল কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • জাহাঙ্গীর আলম অপূর্ব : ২৩-১২-২০২০ | ২০:৫৫ |

      দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি 

      তার জন্য ধন্যবাদ 

      শুভকামনা রইল সতত 

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ২৩-১২-২০২০ | ১৩:৪৯ |

    নান্দনিক , ভালো লাগলো। 

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ২৩-১২-২০২০ | ২০:৫৩ |

    তাই আমি প্রত্যাবর্তন করতে চাই না

    চাই না প্রত্যাবর্তন করতে

    চাই না।

    শেষ লাইনেই থেকে গেলাম। শুভকামনা থাকলো। 

    GD Star Rating
    loading...
    • জাহাঙ্গীর আলম অপূর্ব : ২৩-১২-২০২০ | ২০:৫৬ |

      শুভকামনা রইল প্রিয় কবি 

      তার জন্য অশেষ ধন্যবাদ জানায় 

      ভালো থাকুন সদা 

      GD Star Rating
      loading...