রূপক রাগে যে মীড়ের অলংকার ছিল
তা কোনো পাখির পালকে আঁকা রং,
সুরের লহমার মত আবেশে জড়ায়।
পাখির গান মিলিয়ে যায়
সন্ধ্যার আঁধার ছেয়ে আসে
নদীর জলে ভেসে যায় ডিঙিনৌকা।
ছায়ার মত অনুসরণ করে ভালোবাসা
অগণিত তারার ভিড়ে মিলিয়ে যাওয়া মুহূর্ত।
কবিতা|
৫ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৮২ বার দেখা
| ৩৪ শব্দ ১টি ছবি
সব প্রাপ্য পাওনা মাথায় তুলে নিয়েছি প্রিয়
তুমি আছ কি নেই আমার জীবনে আর ভাবি না
তবু তোমার না থাকা জুড়ে কিছু স্মৃতি রয়ে গেছে।
তোমার নতুন আগার সুখ শান্তিতে ভরে থাকুক
তুমি খুব দ্রুত আমায় ভুলে যাও তাই আমি চাই
কি করে একটা মানুষ আর একটা মানুষকে
ভালোবেসে অবহেলে
গ্রাম্ভারি হয়ে সর্বজ্ঞের মত দিনরাত বসে থাকি
পাতাল খুঁড়ে বের করে আনব কবিতার রসদ
ফুলে ফলে শস্যে ভরে যাবে আমার কবিতার ময়দান
বন্ধুকে এই মাঠে কবেই পিঠ দেখিয়েছি
আমার অমলিন জীবন ইতিহাস
বন্ধুর ছোঁয়ায় পাছে দূষিত হয় তাই ছয় ফুট দূরত্ব রাখি।
খুঁজে পেলাম তোমায় দেবদারু বনে
বাঁশি নিয়ে মেঠো সুরে তান তোলো।
সুরের মূর্চ্ছনায় ভরে যায় চারিপাশ
পাশে দাঁড়ালে মৃদু হাসি খেলে যায়
তোমার চোখে, মুখে, সারা শরীরে।
হাওয়ার তালে চুল হয় এলোমেলো
আমার হাত দুটি ধরে পাশে বসিয়ে,
ফের মেঠো সুরে ভরাও আমার মন
ধানের শীষে
গায়েতে জড়িয়ে গেছে উলের মত মায়া
চাদরের মত ভালোবাসা সান্ত্বনায় ঢেকে রাখে,
কোনোদিনো তাকে পাবেনা জেনেও।
মুখের কথা আর সরে না
আঘাত পেয়ে পেয়ে ভয়ে শুধু জড়োসড়ো।
কোনোদিন ধানসিঁড়ি নদীতে হয়তঃ চিল উড়েছিল
এখনো তার কান্নার রেশ বাতাসে জড়িয়ে আছে।
রাখালিয়া সুর দূরের মাঠ থেকে ভেসে আসে
সে
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৪৩ বার দেখা
| ৭৬ শব্দ ১টি ছবি
অলীক ভাবনায় আচ্ছন্ন মনের কোণে
হঠাৎ নতুন আশার বিজলি হেনে যায়।
মন মৃদু হেসে বলে, জানো না, তোমায়
গান শোনাব তাই আমার সকল নিয়ে
বসে থাকা তোমার তরে আমার তুমি।
চমকে তাকাই বাইরে, যেন তোমার
অঙ্গের আভাস, কিন্তু না, কান্না হাসির
দোলায় বুঝি সব দারিদ্র্য ঢেকে যায়
তোমায় পাওয়ার অপরূপ ঝর্ণাধারায়
পুনরায় সজীব