যেদিন পশ্চিমের আকাশটা লাল আবীর মেখে সেজেছিলো,
কালবৈশাখী সন্ধ্যা আকাশটা কালো চাদরে ঢেকে দিয়েছিলো,
সেঁজুতি ফুলের গন্ধে ক্রমশঃ ডুবে যেতে থাকা উপলব্ধিগুলো
মহাসমুদ্রের প্রবল ঢেউয়ের মতো জেগে উঠেছিলো নতুন করে।
এখন আমার ফুলের তীব্র গন্ধে আমার মাথা ধরে যায়
পশ্চিমের আগুন

