প্রেতাত্মার ঘুঙুর
আসলে চেয়েছিলাম প্রেতাত্মার বাতাসের মতন
তার ঘুঙুর সর্বত্র বাজুক
সব অলিগলি, চোরাগলি, কানাগলি
শুধু তার নিজের গলি ছাড়া।
আমরা নড়ব না —
আমরা হাইওয়েতে দাঁড়াব,
ট্রাফিক সিগন্যালে দাঁড়াব,
কবরের পাশে প্রেমিকার সাথে রতিক্রিয়া করব,
নর্তকীর ঘরে অম্ল-মধুর চেখে যাব,
বিঁড়ির দোকানে জটলা করব,
ফ্যানেদের সাথে মিশরের ফারাও হয়ে ফ্যানে ভাত খাব,
একদম নিজেদের আসন