নীল আকাশের তলায় একটা সাঁকো
তলায় বয়ে যায় পাহাড়ি নদী
প্রিয়ার চিবুক ছুঁয়ে প্রিয়র বহিরাগমন
ঘুমের মাঝে তুফান, তুফানের মাঝে পথ
ধ্যানবিন্দু সরে সরে যায়
নিঃশব্দতা বড় বুকে বাজায়
রাতপাখির ডানায় অপেক্ষা দূরাভাস
প্রিয়ার বোবা চোখ তবু তারে খুঁজে চলে
যেসব প্রজাপতি একদা রঙিন হয়ে ভেসে উঠত
তারাও পথ করে নেয় নিঃশব্দের ভাষা
আলো আঁধারের যে মিলন দিক্চক্রবালে
ভেসে ওঠে গোধূলির প্রান্তরেখায়,
সেখানে জেগে থাকে ঘরে ফেরা পাখি
সহস্র বছরের অশ্রুকণা আঁধারের বুক চিরে
তারা হয়ে আকাশে জ্বলজ্বল করে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
প্রান্তরেখা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সেখানে জেগে থাকে ঘরে ফেরা পাখি
সহস্র বছরের অশ্রুকণা আঁধারের বুক চিরে
তারা হয়ে আকাশে জ্বলজ্বল করে।
loading...