সন্ধ্যা হয়ে এল তবু সন্ধ্যা এল না
সাঁঝের প্রদীপখানি আজ জ্বলল না
পথের শেষ নেই তবু পথ ফুরায়
আট দশকের সেই সুর বুঝি বা স্তব্ধ
তাঁর মধুকণ্ঠী স্বর আর বাজবে না
সন্ধ্যা রোজ ফিরে ফিরে আসবে
কিন্তু সন্ধ্যামালতী আর ফুটবে না
না ফেরার দেশে চলে গেছে যে
তাকে কি আর ফেরানো যায় ?
এমনি কিছু কথা, কিছু মধুর সুর
সে তবু সবার হৃদয়ে রেখে যায়,
চতুর্দশীর চাঁদে ভাসে তার ছায়া।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
সন্ধ্যামালতী,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালো লাগা রেখে গেলাম।
loading...
অপরিসীম ধন্যবাদ কবি ।
loading...
এমনি কিছু কথা, কিছু মধুর সুর
সে তবু সবার হৃদয়ে রেখে যায়, চতুর্দশীর চাঁদে ভাসে তার ছায়া।
loading...
এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।
loading...