আমি পাহাড়ের কোলে যে বসতি করেছ
সেখানে কোন আসবাব নেই
পাখি বন্ধুরা তাই আমার ঘরে আসে না
আমি বাটিতে জল ভরে দিই
থালায় শস্যদানা ঢেলে দিই
তবুও তারা ঘরে প্রবেশ করে না
তারা বলে, “তোমার আসবাব নেই”
আমি বলি, “পাখিদের কি আসবাব লাগে?
তারা খোলা আকাশে উড়ে বেড়ায়
আমি তোমাদের এক আকাশ ঘর দিলাম
একটু আমার দাওয়ায় এস”
তারা মাথা নেড়ে বললে, “না”
তারপর ডানা মেলে উড়ে গেল অন্য আকাশে
যেখানে ঘরগুলো আসবাবে ভরা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
আসবাব,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর এক ভাবনার প্রকাশ কবি দিদি
loading...
অশেষ ধন্যবাদ কবি ।
loading...
“পাখিদের কি আসবাব লাগে?
তারা খোলা আকাশে উড়ে বেড়ায়
আমি তোমাদের এক আকাশ ঘর দিলাম একটু আমার দাওয়ায় এস।”
loading...
ধন্যবাদ বন্ধু ।
loading...