নীরবতার সরঞ্জাম ছেড়ে
তোমার কাছে এসেছি,
ফিরিয়ে দিও না
ভালোবাসা একই রেখো।
যে ভালোবাসায় কান্না ধোয়া জল
অমনি সাগরে গিয়ে মেশে,
এক পশলা বৃষ্টি হয়ে
সেই ভালোবাসায় ভরিয়ে রেখো।
একদিন সব জল বাষ্প হয়ে
মেঘে মিলিয়ে যাবে আর তারপর
ঝর ঝর করে মাটিতে ঝরে পড়বে,
তখন কান্না বলে আর কিছু থাকবে না।
তুমি দেখে নিও।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
তুমি দেখে নিও,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
একদিন সব জল বাষ্প হয়ে
মেঘে মিলিয়ে যাবে আর তারপর
ঝর ঝর করে মাটিতে ঝরে পড়বে,
তখন কান্না বলে আর কিছু থাকবে না।
loading...
ধন্যবাদ বন্ধু, হ্যাঁ অবশ্যই ।
loading...