এখন আমার কেউ নেই এই পৃথিবীতে
তোমার আমার সহজ সরল কথাগুলি
চাপা পড়ে গেছে এলোমেলো তথ্যজটে
ধীরে ধীরে আমরা একদিন উহ্য হয়ে যাব
তোমার কিছু বলার থাকবে না আমারও না
তবু মনের যোগাযোগ অবিচ্ছিন্ন রয়ে যাবে
হয়তঃ অন্য কোনো পৃথিবীতে দেখা হবে
তোমার আয়ত চোখ, মুচকি একফালি হাসি
ফিরে ফিরে আসবে রঙিন মেঘেদের ভিড়ে
জটিল আর দুর্বোধ্য সম্পর্ক থেকে মুক্তি হবে
ততক্ষণ দাঁড়িয়ে থাকি ধু ধু এই প্রান্তরে
দারুণ উচাটনে, বিকল্প সমাধানের আশায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
দুর্বোধ্য,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জটিল আর দুর্বোধ্য সম্পর্ক থেকে মুক্তি হবে
ততক্ষণ দাঁড়িয়ে থাকি ধু ধু এই প্রান্তরে
দারুণ উচাটনে, বিকল্প সমাধানের আশায়।
loading...
তাই ত' : ) ধন্যবাদ বন্ধু ।
loading...