বলে দাও আমি কি নিয়ে কথা বলব ?
উর্দু কবিটি যখন জানলার সামনে দাঁড়ায়
তখন তার অনুচ্চারিত স্নেহ আর তার প্রতি
আমার তৎসহ অন্য কবিদের দুর্ব্যবহারের
কথা মনে হয়, ছেলেটিও একটু অদ্ভূত।
চিরকাল তার প্রেমিকা দুটি ছোবল মেরে গেছে,
কি কষ্ট দিয়েছে কি বলি, কে জানে ক্যান ?
সে বলে তার দোষ নয়, অন্য কেউ কলকাঠি নেড়েছে।
এ আমি এখনকার কথা বলছি না,
সাত বছর আগের কথা, আমি মুখোশ চিনি না।
তাই বেকায়দায় পড়লে হয় নেকড়ে নয়ত: মেনিবিড়াল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এ আমি এখনকার কথা বলছি না,
সাত বছর আগের কথা, আমি মুখোশ চিনি না।
তাই বেকায়দায় পড়লে হয় নেকড়ে নয়ত: মেনিবিড়াল।
loading...
অনেক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু ।
loading...
নান্দনিক লেখনী ।
loading...