ইচ্ছে পাখি

ইচ্ছে পাখি

ওগো সুন্দর! তুমি শান্ত
পায়ে চলে যাও আমার
ঘরের পাশটি দিয়ে …
তোমার পায়ের আলতো শব্দ
আমার যে বড় চেনা ..

তোমার নীল চোখের অতলে
কোন মায়াবী স্বপ্ন লুকোনো ?
অনেক কথা বলার ইচ্ছে
জমাট দানা বেঁধে ক্রমশ
মিলিয়ে যাচ্ছে আকাশে |

আমি হাত বাড়িয়ে দিই ….
তোমার ইচ্ছেগুলো ছুঁয়ে দিই !

ও মা, এই মেয়ে তুই কি বকছিস !
ইচ্ছে কি কখনো ছোঁয়া যায় ?

দূর তুমি কিছু জানো না ….
ইচ্ছে গুলো দোয়েল কোয়েল পাখি ….
ওদের ধরে রাখা যায় না…
ওরা স্বাধীন, কিনতু এ কি !
আমার ছোঁয়ায় তোমার ইচ্ছে
পাখি গুলোটুপটুপ করে
আমার কোলে এসে পড়ল ….

এখন ত’ আমি ওদের সঙ্গে খেলি ….
ওদের গান শোনাই, গল্প বলি …

তুমি তখন আমায় ধরা দিলে ….
তোমার ইচ্ছে পাখিগুলো ফেরত চাইলে …

তোমার চোখের দৃষ্টি আকুল
আমি হাসলাম আর বললাম …
এই নাও তোমার জিনিস তোমায় দিলাম ….

হঠাৎ দেখি এক নীল ময়ুরী
উড়ে এসে আমার পাশে বসল ….

সে যেন চুপি চুপি বললো …
এই জানো ত’ এখন থেকে
আমি থাকবো তোমার সঙ্গে ….
দেখো আমার রংবাহারী পাখনা
আমি সেই পাখনার উপর
তোমায় উড়িয়ে নিয়ে
চলে যাবো অনেক দূর …
সব ইচ্ছে অনিচ্ছের বাইরে
এক অপরূপ মধুরিমায়
সুসজ্জিত এক আকাশে |

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-০৮-২০১৮ | ২১:৪৩ |

    সব ইচ্ছে অনিচ্ছের বাইরে অপরূপ মধুরিমায় সুসজ্জিত এক আকাশ।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৬-০৮-২০১৮ | ২২:২৯ |

    আপনার লেখার ভক্ত আমি দিদি ভাই। দুঃখ যে, আপনি আপনার অনেক পোস্টে আমাদের কাউকে ধন্যবাদ দেন নাই। ধন্যবাদ না দিন, উপস্থিতিও জানান দেননি। Frown

    GD Star Rating
    loading...
    • ইন্দ্রাণী সরকার : ০৮-০৮-২০১৮ | ৮:২১ |

      এমনভাবে বলতে নেই বোন । আমি বেশ কদিন বেড়াতে অন্যত্র গিয়েছিলাম ।
      তুমি আমার কবিতা এত ভালোবাসো জেনে অত্যন্ত ভালো লাগছে ।

      GD Star Rating
      loading...
  3. মিড ডে ডেজারট : ০৭-০৮-২০১৮ | ১০:০৭ |

    " তোমায় উড়িয়ে নিয়ে
    চলে যাবো অনেক দূর …
    সব ইচ্ছে অনিচ্ছের বাইরে
    এক অপরূপ মধুরিমায়
    সুসজ্জিত এক আকাশে | "

    বাহ !

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৭-০৮-২০১৮ | ১৪:৫৭ |

    * ভালো লাগা রেখে গেলাম কবি…

    GD Star Rating
    loading...
  5. ইন্দ্রাণী সরকার : ০৮-০৮-২০১৮ | ৮:২৭ |

    ধন্যবাদ ভাই |

    GD Star Rating
    loading...