ভাবনায় ভাবনায়
তোমায় ভেবে ভেবে সারাটা রাত কেমন করে যায়?
আমার ঘুমটাও কি তুমি নিয়ে গেলে?
এক অচেনা শহরে মনটা ছুটে যায়
মন কাকে খুঁজে বেড়ায় বুঝি না।
একা একা হয়রান হয়ে যাই।
তুমি আমার সেই স্বপ্নের রাজপুত্তুর যে বারে বারে
সামনে এসে দাঁড়াও আর কি যে বলো ?
এত বিশাল জায়গায় আমি যে
ভয় পেয়ে যাই একা একা
শুধু তোমায় ভেবে ভেবে ।
রাতের আকাশে তারার মালা ভেসে ভেসে যায়
তুমি এলে তোমার গলায় পড়াব বলে
রাতের আঁধারে আমার চোখদুটি
ভেসে যায় তোমার অপেক্ষায়
তুমি কি আসবে আজ হেথায় ?
আজকাল বড্ড বেশি মনে পড়ে তোমাকে যেন
বড্ড বেশি মনে পড়ে কোমল মায়ায়
ঘোর লাগা অন্ধকারে রোজ বিহনে
বড্ড বেশি মনে পড়ে স্বপ্নকথা
দেখা না দেখার কল্পরেখায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভাবনা ভাবনায় মনটা ভালো হয়ে গেলো প্রিয় কবিবন্ধু। ঈদ মোবারক।
loading...
আজকের লেখাটি বেশ পূর্ণ মনে হলো কবি দি ভাই। অনেক ভাল।
loading...