নীল আকাশের নীচে
কাল রাতে নীল আকাশের নীচে তোমায় পেলাম।
তোমার গভীর চাউনি দিয়ে সাজিয়ে দিলে,
সব দ্বিধা, সংশয় ভুলে ছুঁয়ে দিলাম
তোমার লজা রাঙানো আবীর গাল।
চাঁদনী রূপসী রাতে না হয় ঘুমাক্ উজ্বল তারাগুলি,
শুধু মৃদু জোছনায় হোক কিছু আলাপন।
হরিদ্রা-কুসুমে রাঙা অষ্টাদশীর চাঁদে
ফিরে পাই সৌরভ আর বিগত কাল।
তোমার আমার মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে
তবুও বালুকাবেলায় ঝিনুক কুড়ানোর
প্রাচীন অভ্যাসে আজো ছুঁয়ে দিলাম
আলতো করে তোমার কপাল।
ছন্দে অনুপ্রাসে তোমায় সাজাই নিরিবিলি কবিতায়
শীতলপাটি বিছিয়ে দিই মনের দালানে
নীল জলে নীল সায়রে ভেসে যাই
ময়ুর নৌকায় তুলে দিয়ে পাল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর প্রয়াস প্রিয় শব্দ বন্ধু। লিখার শাব্দিক সহজলভ্যতা আপনার লিখার অনন্য গুণ।
loading...