পরিক্রমা
যখন তুমি ঘুমালে আমি উঠে গেলাম
ইদানীং চুপকথা তোমার মর্জি
তুমি দরজা খুলে দিলে কিন্তু বসতে বলো নি
আমি পায়ে পায়ে একরাশ কথা নিয়ে
তোমার দিকে অবাক চেয়ে রইলাম
দেখতে দেখতে তুমি একটা শিরদাঁড়া হয়ে গেলে
চুন পলেস্তারার মত গা থেকে মাংস খসে খসে পড়ল
তোমার শরীরে কি রক্ত নেই?
শুধুই কাদা মাটির প্রলেপ আর হাড় কখানা
অপরিচিতের মত মিলিয়ে যায় তোমার ছায়া
আর সাবেকী দুটো শিরা বের করা হাত
একদিন ওই জানলায় আমার চোখ রেখেছিলাম
কোনো কনক ভোরে কে যেন খুঁজেছিল আমায়
তারপর পোড়া চিঠিটা শুধু জীবাশ্ম
তোমার চোখ থেকে উড়ে যায় সবুজের টিপ
তুমি এক মৌনপথে পৃথিবী পরিক্রমা করো।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লিখাটিকে একটি সাধারণ ভাবনা থেকে শব্দপ্রকাশে যেন অসাধারণ করে তুলেছেন। অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু। শুভ হোক দিন। ধন্যবাদ।
loading...
শুভেচ্ছা ও ধন্যবাদ কবি |
loading...
শুভেচ্ছা কবি দি ভাই।
loading...
শুভেচ্ছা ও ধন্যবাদ কবি বোন ।
loading...