মায়ের আগমনী
দীর্ঘদিন তপস্যায় সিদ্ধিলাভের পর
মাতা আসেন ভক্তদের সমাগমে।
পরণে লালপাড় শাড়ি, পায়ে আলতা,
মাথায়, কপালে সিন্দুরের পবিত্র টিকা।
মা মা গো, ভক্ত রমণীরা পায়ে পড়েন
মা মোক্ষলাভের উপায় বলে দাও
মা হাসেন, অতি পবিত্র শুচিস্মিত হাসি।
তিনি বলেন, সাম্যবাদ পড় নি ?
সবাইকে সমানভাবে দেখতে হয়
এই হল প্রকৃত হিন্দুনারীর কর্তব্য।
যে চোখে স্বামীকে দেখো, তাঁর সাথে
আচরণ কর, সেইভাবেই পিতা, ভ্রাতা,
পুত্র, জামাতার সাথে আচরণ করবে।
ভেদাভেদ রেখো না মা, ভেদাভেদ
রেখো না, এই হল প্রকৃত মোক্ষ,
আর সব শুধু কেবল নিমিত্তমাত্র।
মায়ের পবিত্র রথ এসে যায়, মা রথে
চড়ে বসেন, যাই মা সকল, যা বললাম
মনে রেখো, আবার এসে যাব আর এক
তপস্যা শেষে– রথ আকাশে মিলিয়ে যায়।
ভক্ত রমনীরা হাত জোড় করে উপরে
তাকিয়ে বলেন, মা মা গো, তুমিই সব।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভ হোক শারদীয়ার আগমণী বার্তা। জগতের সবাই সুখি হোক। শুভ সকাল দেবী।
loading...
অনেক ধন্যবাদ প্রিয় কবি ।
loading...