কোন এক সোনালী দুপুরে আমি শ্বেতপদ্ম
তোমায় ডেকে নিয়েছিলাম পদ্মপাতা হয়ে
আমায় ভাসিয়ে রাখতে, এই ডুবন্ত আমিকে।
তুমি হাজার পাতা হয়ে আমায় ভাসিয়ে দিলে
কবিতার ঝিলে কি পরম আদরে ভালোবেসে।
কোনো এক মেঘলা সকালে আমি আহত পাখি
তোমায় ডেকে নিয়েছিলাম আমায় উড়িয়ে দিতে।
তুমি গাছের ছায়া হয়ে আমায় ঢেকে দিয়েছিলে,
তুমি পাতা হয়ে ঔষধি নির্যাস সিঞ্চন করেছিলে
আমার ক্ষতকে শুশ্রূষায় নিরাময় করে আবার
ঐ নীল আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে ফিরিয়ে দিতে।
তাই আমি পদ্ম হয়ে ভাসি তোমার কবিতার ঝিলে,
তাই আমি পাখি হয়ে উড়ি তোমার মনের আকাশে
ওগো সখা, আমার চিরসখা ভালোবাসা কাকে বলে
শুধু নীরবে মনের গহীনে আমায় রেখে শিখিয়েছ
দিনদিন প্রতিদিন চিরদিন বিনা স্বার্থে ভালোবেসে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার লিখা প্রিয় কবিবন্ধু ইন্দ্রাণী সরকার।
loading...
অনেক ধন্যবাদ বন্ধু |
loading...
“কোনো এক মেঘলা সকালে আমি আহত পাখি
তোমায় ডেকে নিয়েছিলাম আমায় উড়িয়ে দিতে।”
শুভেচ্ছা জানবেন কবি দি।
loading...
শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই | অনেক ধন্যবাদ দিদির পাশে থাকার জন্য |
loading...