পথ হারানো

পথিক তুমি কি পথ হারাইয়াছ?
এ প্রশ্ন কি শুধু কপালকুন্ডলার?
না কি বনলতা সেনের ডাগর
দুটি চোখে একই পশ্নের ঝিলিক?
হয়তো দুর্গেশনন্দিনীর তিলোত্তমা
এই একই প্রশ্ন করেছিল জগত সিং কে।

আসলে যুগযুগান্তের সব প্রেমিকার
একই প্রশ্ন তাদের ভালোবাসাকে।
নবকুমার, জীবনানন্দ, জগত সিং আরও
কতজন যেন একই মায়ার বন্ধনে বাঁধা !
যার নাম আবার সেই চার আখরের
ছোট্ট অমুল্য শব্দটি “ভালোবাসা”।
কিন্তু কি ভীষন যাতনাদায়ক সে!
যে জন মরেছে তার জ্বালা সেই
শুধু জানে আর জেনেও তাকে
ধরে রাখে, ছাড়তে ত ‘ পারে না।
কেউ লেখে কবিতা, কেউ খায় শরাব,
কেউ শুধু রাতভোর জেগে থাকে হায়!

এ যেন বিষবৃক্ষে জন্মান অমৃতফল।
কোথায় পাব সেই চিন্তামনিরে যিনি
বিল্লমঙ্গল ঠাকুরের চোখ খুলে দেন
পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পদে।
আর বিল্লমঙ্গল তাঁর চোখদুটি দিলেন
ভগবানের পায়ে যাতে অন্তরের চোখে
তিনি দেখতে পান সেই বনমালীকে !
একে যেন কবিগুরুর ভাষায় বলা যায়
“চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে,
অন্তরে আজ দেখব যখন আলোক না হি রে।”

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. সাইদুর রহমান : ১৬-০১-২০১৭ | ১৫:৫৭ |

    এ প্রশ্ন কি শুধু কপালকুন্ডলার? খুবই সুন্দর বহিঃপ্রকাশ

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৬-০১-২০১৭ | ১৬:০৩ |

    বরাবরই আপনার লিখা একটু আলাদা হয়। এই লিখাটিও তেমনি।
    শেখা এবং জানার অনেক আছে। অভিনন্দন প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. মোকসেদুল ইসলাম : ১৬-০১-২০১৭ | ১৬:১৩ |

    অনেক ভালো লাগল

    GD Star Rating
    loading...
  4. ফকির আবদুল মালেক : ১৬-০১-২০১৭ | ১৭:০৯ |

    একে যেন কবিগুরুর ভাষায় বলা যায়
    “চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে,
    অন্তরে আজ দেখব যখন আলোক না হি রে।”

    এখানটায় কেমন যেন অকবিতা অকবিতা বলে মনে হয়েছে।

    GD Star Rating
    loading...
  5. মামুন : ১৬-০১-২০১৭ | ১৯:১৮ |

    পথিক তুমি কি পথ হারাইয়াছ?
    এ প্রশ্ন কি শুধু কপালকুন্ডলার?
    না কি বনলতা সেনের ডাগর
    দুটি চোখে একই পশ্নের ঝিলিক?
    হয়তো দুর্গেশনন্দিনীর তিলোত্তমা
    এই একই প্রশ্ন করেছিল জগত সিং কে।- হয়ত করেছিলো?

    শুভেচ্ছা।

    GD Star Rating
    loading...
  6. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৬-০১-২০১৭ | ২৩:০৭ |

    পথিক তুমি কি পথ হারাইয়াছ?
    এ প্রশ্ন কি শুধু কপালকুন্ডলার?
    না কি বনলতা সেনের ডাগর
    দুটি চোখে একই পশ্নের ঝিলিক?

    * অসাধারণ…

    GD Star Rating
    loading...
  7. ইন্দ্রাণী সরকার : ২২-০১-২০১৭ | ৭:৫৭ |

    অনেক অনেক ধন্যবাদ |

    GD Star Rating
    loading...