কেন তোমাকে ভালোবাসি
এর উত্তর খুঁজে পাইনা
তুমি শ্যামলী – গৌর গড়ন হলেও
মুগ্ধ হবার কারণ খুঁজে পেতাম
অর্থ বিত্ত ছোটবেলা থেকেই আমাকে টানে নি
এই বিষয়ে অনাগ্রহের কারণ আমি খুঁজতেও যাই নি
তাহলে আগ্রহ আছে কিসে?
আগ্রহ? ভাবতেই হাসি পায়
কে এই পৃথিবী নামক পাগলা গারদ বানিয়েছে!
কোন পাগল মানুষ বানিয়েছে
মন বানিয়েছে
প্রেম দ্রোহ সংঘাত যুদ্ধ হত্যা এবং জন্ম মৃত্যু খেলা বানিয়েছে
তা বানাক, কিন্তু আমি কেন তোমাকে ভালোবাসি এর উত্তর খুঁজে পাই না।
তোমার দেহ দেখে কিছুটা কামভাব জাগে
তবে তা এতো অল্প যেনো সপ্তাহে একবার বা দুইবার তার বেশি না
আমি পুরুষ, সিদ্ধ পুরুষ নয় – একেবারে জাগবে না এটা মিথ্যা কথা
কিন্তু এতোটুকু কামভাব তুমি না হয়ে অন্য নারী হলেও জাগতো
তাহলে কেন আমি তোমাকে ভালোবাসি
এর উত্তর খুঁজে পাই না।
আচ্ছা! তোমাকে ভালোবাসতে হবে কেন
ভ্রান্ত বিশ্বাস ভেবে নিয়ে বিশ্বাসকে সংশোধন করেছি বহুবার
ভুল ভালোবাসা মনে করে ঘষে ঘষে মন থেকে মুছে দিয়েছি
কিন্তু কেন বেশিদিন ভুলে থাকতে পারি না
কেন মন থেকে চিরতরে মুছে দিতে পারি না
এর উত্তর খুঁজে পাই না
কেন আমি তোমাকে ভালোবাসি
এর উত্তর খুঁজে পাই না।
loading...
loading...
ভ্রান্ত বিশ্বাস ভেবে নিয়ে বিশ্বাসকে সংশোধন করেছি বহুবার
ভুল ভালোবাসা মনে করে ঘষে ঘষে মন থেকে মুছে দিয়েছি
কিন্তু কেন বেশিদিন ভুলে থাকতে পারি না
কেন মন থেকে চিরতরে মুছে দিতে পারি না
এর উত্তর খুঁজে পাই না
কেন আমি তোমাকে ভালোবাসি
এর উত্তর খুঁজে পাই না।
loading...