এখন এখানে ভাতের অভাব নাই
শুধুই ভাবের অভাব দেখতে পাই
ভাতের অভাব নাই টাকার অভাব
চুরি করে চোর হয়ে গিয়েছে স্বভাব
কত টাকা প্রয়োজন তাও জানা নাই
এখন এখানে ভাতের অভাব নাই।
আড়ি ভাব আড়ি ভাব সেই ভাব নাই
হৃদয়ে হৃদয়ে হৃদ্যতা স্নিগ্ধতা নাই
এখন হৃদয়ে টাকার ঝংকার পাই
চাহনিতে টাকা চোখের পলকে টাকা
মায়ার ভিতরে টাকা সুদ ঘুষে টাকা
চাকরিতে টাকা ব্যবসা হলেও টাকা
হালাল হারামে টাকা সাদা কালো টাকা
যেখানে যেভাবে পারো ধরো মারো টাকা
নইলে জীবন হবে অহেতুক ফাঁকা।
এখানে এখন টাকার অভাব নাই
এখানে এখন ভাতের অভাব নাই
শুধুই ভাবের অভাব দেখতে পাই
অভাবে স্বভাব বলে আর কিছু নাই
স্বভাবে অভাব শুধুই দেখতে পাই
অভাব স্বভাব আর যাই কিছু বলি
ভাবের অভাব সব বাড়ি ওলি গলি
এখন এখানে ভাতের অভাব নাই
কেবল ভাবের অভাব দেখতে পাই।
.
ছন্দঃ মাত্রাবৃত্ত
পর্বঃ ৬ + ৬ + ২
মাত্রাঃ ১৪
অনুপ্রাসঃ ভাব ( বৃত্তানুপ্রাস)
রুপকঃ ভাব
স্তবকঃ ৬ + ৯ + ৯
পঙতিঃ ২৪
loading...
loading...
হালাল হারামে টাকা সাদা কালো টাকা
যেখানে যেভাবে পারো ধরো মারো টাকা
নইলে জীবন হবে অহেতুক ফাঁকা।
loading...
খুব সুন্দর লিখেছেন ।
নন্দিত ভাবনা ও শব্দ চয়ন
loading...