সংগমের অনুভুতির মতোই
এক অনন্য অনুভুতি নাকি মারিজুয়ানায়
সে অনুভুতি নাকি মদেও পাওয়া যায়
ধার্মিকরা তেমন অনুভুতি নাকি নামাজেই পায়
কেউ কেউ পবিত্র কোরানেও এক অনন্য অনুভুতি পায়।
কিন্তু তুমি আশ্চর্য হবে এই কথা শুনে যে,
শতভাগ মিথ্যে কথা বলা হয় পবিত্র কোরান ছুঁয়ে আদালতে
আর শতভাগ সত্য কথা বলা হয় মাতালের পানশালায়।
তাহলে কখোন কোথায় কোন অনুভুতি,
অনুভুতি বলতে যদি আসলে সময়কে বুঝায়
তাহলে সত্য মিথ্যা নির্নয় পাগলামির শামিল
পাগল?
হ্যা পাগল ছাড়া সৃষ্টি হয় না
স্বাভাবিক আসলে স্বাভাবিক
সৃষ্টি অস্বাভাবিক,
সৃষ্টি।
ভগবান?
সেতো মহাপাগল
মহাবিসশ্ব নিয়ে পাগলামি করছে।
অথবা মাঝেমধ্যে একটু অস্বাভাবিক হও, পাগল হও।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পাগল,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শতভাগ মিথ্যে কথা বলা হয় পবিত্র কোরান ছুঁয়ে আদালতে
… আর শতভাগ সত্য কথা বলা হয় মাতালের পানশালায়। ___ কঠিন সত্য।
loading...
সুন্দর
loading...
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।
loading...