আলাপন -৬০

indexa

ক্রিং ক্রিং……ক্রিং ক্রিং (ফোন বাজছে)
অথৈঃ হ্যালো
রিমনঃ কি করছেন
অথৈঃ “গানস অন রোজেস” এর “নভেম্বর রেইন” গানটি শুনছি
রিমনঃ বাহ! দারুণ একটা গান। অসাধারণ লিরিক্স। গিটারের অপুর্ব এক সলো আছে এই গানে।
অথৈঃ “ডায়ার স্ট্রেইটস” এর “সুলতান্স অব সুইং” শুনেছেন?
রিমনঃ কেন নয়? এই গানে ক্লাসিক এক গিটার সলো বাজিয়েছেন মার্ক নফলার।
অথৈঃ হ্যা, দারুণ গিটার সলো। একেবারে ক্লাসিক…….তা আমাকে মনে পড়লো বুঝি?

রিমনঃ ফোন করেছি একটা কথা বলার জন্য।
অথৈঃ হ্যা বলুন
রিমনঃ আপনার হাসি মাখা মুখটি ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করে একটি গম্ভীর মুখের ছবি দিলে ভালো হবে।
অথৈঃ কেন বলুন তো!
রিমনঃ ওই ছবিটা দেখলে আমি আপনার ওপর রাগ করতে পারি না।
অথৈঃ আপনি আমার ওপর রাগ করতে চান কেন
রিমনঃ আপনাকে ভুলে যেতে চাই তাই আপনার ওপর আমি রেগে থাকার চেষ্টা করি কিন্তু যতোবার ওই ছবিটা দেখি ততোবার আমি রাগ করতে ভুলে যাই।
অথৈঃ কেন ভুলে যেতে চান আমাকে?
রিমনঃ আপনাকে ইনবক্স করে জানতে চেয়েছিলাম – কেমন আছেন। তিন মাস হয়ে গেলো কিন্তু আপনি উত্তর দেন নি। মনে মনে হয়তবা ভাবছেন…..ও আর এমন কি কবি যে তার ইনবক্সের উত্তর দিতে হবে? এইসব কবিরা……

অথৈঃ বাংলার রবীন্দ্রনাথ আর ইংলিশ শেক্সপিয়ারকে কতটুকু পড়েছে কে জানে……
রিমনঃ জন কীটস, পিবি শেলি কিংবা পাবলো নেরুদা…..
অথৈঃ অথবা অক্টাভিওপাজ তো পড়েছে বলে মনেই হয় না…..পারস্য প্রতিভা……
রিমনঃ কিংবা ওয়ার্ল্ড লিটারেচার কতোটুকু জানে কে জানে…….
অথৈঃ শুধু অন্তমিল মিলিয়ে লিখলেই যে……
রিমনঃ কবিতা হয়ে যায় না তা এইসব কবিরা বুঝে কিনা………?
অথৈঃ ছন্দ, মাত্রা, পর্ব, রুপক, অনুপ্রাস…….
রিমনঃ অথবা কবিতাকে কি করে অলংকার পরাতে হয় তা জানে কিনা…….

অথৈঃ না, মানে….
রিমনঃ কবিতায় যে দর্শন থাকে তাও বোধহয় জানে না
অথৈঃ ইয়ে মানে…….
রিমনঃ শপেনহার, বার্গসা বা হেগেলের দর্শন এইসব কবিরা পড়েছে কি?……..
অথৈঃ না, তা না, আসলে আমি……
রিমনঃ রুবাই, সিজো, কাসিদা, হাইকু, লিমেরিক এইসব কবিরা লিখতে জানে কি?…..
অথৈঃ আসলে আপনাকে আমি এমন মনে করিনি
রিমনঃ না, আমি আসলে কবি কিন্তু প্রতিষ্ঠিত কবি হবার ইচ্ছে নেই
অথৈঃ কিন্তু আমিতো আপনার একটি কবিতা আবৃত্তি করেছি
রিমনঃ সেটাতো অনেক অনুনয় বিনয় অনুরোধ করার পর করেছেন কিন্তু আপনি অনেক ভালো আবৃত্তি শিল্পী

অথৈঃ তাই নাকি
রিমনঃ আমার কবিতার অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনির সঠিক উচ্চারণ, নাসিক্য বর্ণের সঠিক উচ্চারণ, তাল, লয়, প্যাটার্ন অব ডেলিভারি, ক্লাইম্যাক্স এন্টিক্লাইম্যাক্স অসাধারণ ভাবে করেছেন।
অথৈঃ বাহ! আপনি দেখছি আবৃত্তিও বুঝেন
রিমনঃ কেন নয়? এখনকার কবিরা আবৃত্তিও করতে জানে
অথৈঃ হুম, এখনকার কবিরা স্মার্ট কবি
রিমনঃ পাঞ্জাবি-পায়জামা, ঝোলানো ব্যাগ আর চটি স্যান্ডেল ছেড়ে এখনকার কবিরা জিনস প্যান্ট, পোলো শার্ট আর কেডস পরতে জানে
অথৈঃ কিন্তু ব্যাগে যে কবিদের খাতা কলম বই লাগে!
রিমনঃ ওগুলো এখনকার কবিরা স্মার্ট ফোনেই সেরে ফ্যালে।
অথৈঃ তাইতো দেখি ইদানীং

রিমনঃ আচ্ছা, যেদিন আমাদের আবৃত্তি প্রশিক্ষকের অফিসে আমাদের সকলের ইনভাইটেশন ছিলো সেদিন আপনি আমাকে কিছু একটা বলতে গিয়েও বললেন না। সেই কথাটা কি আজ বলবেন?
অথৈঃ যেটা বলতে চেয়েছিলাম সেটা আসলে অবাস্তব এবং অসম্ভব তাই বলি নি
রিমনঃ আসলে অনেক বাস্তব বিষয়কে আমরা অবাস্তব হিসেবে ধরে নেই এবং অনেক সম্ভব ব্যাপারকে আমরা অসম্ভব মনে করি
অথৈঃ বিয়ে হওয়ার পরে, স্বামী সন্তান সংসার হওয়ার পরে যদি অন্য কাউকে ভালোবাসতে মন চায়। যদি মনে হয় অন্য কাউকে মনের কথা বলা যায়। যদি মন হয় জীবনে বড় ভুল হয়ে গেছে। যদি অন্য কাউকে খুব করে কাছে পেতে ইচ্ছে করে তাহলে কি করে তা সম্ভব?

রিমনঃ সকালের সূর্যটাই দুপুর এলে রৌদ্র হয়ে যায়। দুপুরের রৌদ্র যদি কারো ভালো লাগেও তাহলে সমাজের বিধি মানতে গিয়ে তাকে ছাতা খুলে মাথার উপর ধরতে হয়। কিন্তু দুপুরের রৌদ্রকে ভালোবাসাতে কোনও অপরাধ নেই। শুধু ছাতার আড়ালে থেকেই রৌদ্রকে ভালোবাসতে হয়। কেবল ওই রৌদ্র গায়ে মাখতে গেলেই সমাজের সব বিধি নিষেধ।

অথৈঃ কেন যে বিধাতা কখনো কখনো সঠিক সময়ে ভুল কাজ করে থাকেন আর ভুল সময়ে সঠিক কাজটি করে থাকেন! কেন যে বিধাতা কঠিন বাস্তবতা নিয়ে খেলেন, হাসেন, নিশ্চুপ থাকেন তা মানব জগতের কেউ কি বুঝতে পারে? হায় বিধাতা, তোমাকে আর কতকাল মানবজাতি খুঁজে খুঁজে বেড়াবে? হায় বিধাতা, আমার জীবনে কেন তুমি সেই সঠিক সময়ে ভুল কাজটি করলে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
আলাপন -৬০, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৫-২০২২ | ১১:৪৯ |

    অসাধারণ কথোপকথন। আলাপন গ্রন্থটি পড়ে দেখবার ভীষণ ইচ্ছে আমার আছে। দুঃখজনক যে, গ্রন্থটি সংগ্রহ করা আমার পক্ষে সম্ভবপর হয়ে উঠেনি।

    পুরো বইটা পড়তে পারলে আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...