অথবা জাইগোট এর জাত কি
শুক্রাণু এবং ডিম্বাণু হিন্দু নাকি মুসলিম
কিংবা যে শিশুটি নিষিদ্ধ পল্লীতে জন্ম নিয়ে
জানতে পারে না কে তার পিতা
কিবা তার পিতার ধর্ম
ক্ষুধা নিবারনের জন্য দেহ বিক্রি করাই ছিল
জন্মদাত্রী মাতার ধর্ম
এবং কেউ কখনো হাত ধরে নিয়ে যায়নি মসজিদে
কেউ শোনায়নি পুরোহিতের পুরাণ পাঠ
দেখায়নি যীশুর ক্রুশবিদ্ধের ছবি,
বড় হয়ে সেই শিশুটি জেনে নেয়
ধর্ম কেবল এক জন্মগত অভ্যাস,
তারপর একদিন সব জানে
এবং এও জানে কেন যীশুর পিতাও প্রশ্নবিদ্ধ।
এরই মধ্যে ওদিকে গভীর রাতে
কেওক্রাডাং পর্বতের গুহায়
আবারো আকাশ থেকে নেমে আসতে চায় আকাশদূত,
অত:পর গুহার ভিতরে থাকা কেউ একজন বলে ওঠে
এসো – নেমে এসো হে আকাশদূত
এই পৃথিবীর পরে
শুধু আর একটিবার, শুধু এইবার
নেমে এসো আবার।
নিয়ে এসো আকাশের অনুশাসন বাণী
দৈব বাণী আর মানব জীবনের মূলসূত্র, আদর্শ বাণী
এবং বিধিনিষেধ, বিধিবিধান
পাপ থেকে মুক্তো হওয়ার উপাখ্যান
এবং সকল মানুষের জীবনের বিধান।
আর যদি না আসো নেমে তুমি
হে আকাশদূত!
আমি নিজেই রচনা করবো সেই মহাগ্রন্থ
সেই মহাশাস্ত্র যা মানব জীবনের চলার পথ
তারপর তা প্রকাশ করে দেবো মানুষের মাঝে
এবং বলবো এই হলো আকাশ থেকে নেমে আসা
বিধির বিধান – এই হলো মানব জীবনের জীবন বিধান
মেনে নাও, অনুসরণ করো – তাতেই রয়েছে পরিত্রাণ
রয়েছে মৃত্যুহীন জীবন – পাবে ভালো ভালো খাবার আর পবিত্র সংগিনী।
আর যদি মেনে না নাও হে মানবকূল
জেনে রেখো
কালো আগুনের উত্তাপে পুড়বে অথচ মরবে না
শুধুই কালো আগুন আর শুধুই কালো আগুন।
loading...
loading...
বড় হয়ে সেই শিশুটি জেনে নেয়
ধর্ম কেবল এক জন্মগত অভ্যাস,
তারপর একদিন সব জানে
এবং এও জানে কেন যীশুর পিতাও প্রশ্নবিদ্ধ।
loading...