কালো আগুন

অথবা জাইগোট এর জাত কি
শুক্রাণু এবং ডিম্বাণু হিন্দু নাকি মুসলিম
কিংবা যে শিশুটি নিষিদ্ধ পল্লীতে জন্ম নিয়ে
জানতে পারে না কে তার পিতা
কিবা তার পিতার ধর্ম
ক্ষুধা নিবারনের জন্য দেহ বিক্রি করাই ছিল
জন্মদাত্রী মাতার ধর্ম
এবং কেউ কখনো হাত ধরে নিয়ে যায়নি মসজিদে
কেউ শোনায়নি পুরোহিতের পুরাণ পাঠ
দেখায়নি যীশুর ক্রুশবিদ্ধের ছবি,
বড় হয়ে সেই শিশুটি জেনে নেয়
ধর্ম কেবল এক জন্মগত অভ্যাস,
তারপর একদিন সব জানে
এবং এও জানে কেন যীশুর পিতাও প্রশ্নবিদ্ধ।

এরই মধ্যে ওদিকে গভীর রাতে
কেওক্রাডাং পর্বতের গুহায়
আবারো আকাশ থেকে নেমে আসতে চায় আকাশদূত,
অত:পর গুহার ভিতরে থাকা কেউ একজন বলে ওঠে
এসো – নেমে এসো হে আকাশদূত
এই পৃথিবীর পরে
শুধু আর একটিবার, শুধু এইবার
নেমে এসো আবার।
নিয়ে এসো আকাশের অনুশাসন বাণী
দৈব বাণী আর মানব জীবনের মূলসূত্র, আদর্শ বাণী
এবং বিধিনিষেধ, বিধিবিধান
পাপ থেকে মুক্তো হওয়ার উপাখ্যান
এবং সকল মানুষের জীবনের বিধান।

আর যদি না আসো নেমে তুমি
হে আকাশদূত!
আমি নিজেই রচনা করবো সেই মহাগ্রন্থ
সেই মহাশাস্ত্র যা মানব জীবনের চলার পথ
তারপর তা প্রকাশ করে দেবো মানুষের মাঝে
এবং বলবো এই হলো আকাশ থেকে নেমে আসা
বিধির বিধান – এই হলো মানব জীবনের জীবন বিধান
মেনে নাও, অনুসরণ করো – তাতেই রয়েছে পরিত্রাণ
রয়েছে মৃত্যুহীন জীবন – পাবে ভালো ভালো খাবার আর পবিত্র সংগিনী।
আর যদি মেনে না নাও হে মানবকূল
জেনে রেখো
কালো আগুনের উত্তাপে পুড়বে অথচ মরবে না
শুধুই কালো আগুন আর শুধুই কালো আগুন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
কালো আগুন, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৫-২০২২ | ৯:০৪ |

    বড় হয়ে সেই শিশুটি জেনে নেয়
    ধর্ম কেবল এক জন্মগত অভ্যাস,
    তারপর একদিন সব জানে
    এবং এও জানে কেন যীশুর পিতাও প্রশ্নবিদ্ধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...