হে প্রিয় কবি,
এমন একটি কবিতা লিখো আবার
বাঙালি হিন্দু বাঙালি মুসলিম
বাঙালি বৌদ্ধ বাঙালি খৃস্টান
যেনো একে অপরের সাথে হয় বাংলার।
প্রিয় আবৃত্তি শিল্পী,
কন্ঠে আনো আবার এমন কিছু পঙক্তি কবিতার
যেনো ধর্ম বিজ্ঞান পরস্পর মিলে মিশে থাকে আবার।
হে গল্পকার,
হয়ে যাও তুমি এমন কিছু গল্পের রূপকার
যেনো জেগে ওঠে বাঙালীয়ানা বাঙলায় আবার।
হে উপন্যাসিক,
এমন কিছু উপন্যাস লিখে ফেলো আবার
ধর্ম নয় ভালোবাসা যেনো হয়ে ওঠে হাতিয়ার।
হে প্রাবন্ধিক,
লিখো আজ সেই প্রবন্ধ
যেনো হানাহানি হয় বন্ধ।
হে সঙ্গীত শিল্পী,
গাও আজ সেই গান যেখানে আছে প্রাণ আছে সাম্য
দূর হোক জগৎ থেকে ধনী গরীবের বৈষম্য।
হে মানুষ,
বন্ধ করো মিসাইল, টর্পেডো, পরমাণু, কার্বন নিঃসরন
জলবায়ু শুদ্ধ করে বাঁচুক মানুষ শান্তিতে থাক আমরণ।
হে ঈশ্বর,
তুমি মহা প্রভু মহা বিশ্বের মানুষ সৃষ্টি তোমার বিস্ময়
জ্ঞান দাও প্রভু জ্ঞান দাও আমাদের মন করো হিরণ্ময়।
loading...
loading...
হে উপন্যাসিক,
এমন কিছু উপন্যাস লিখে ফেলো আবার
ধর্ম নয় ভালোবাসা যেনো হয়ে ওঠে হাতিয়ার।
loading...
সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলার কণ্ঠ পত্রিকার জন্য কবিতাটি নিতে চাচ্ছি।
ধন্যবাদ। ভালো থাকবেন।
loading...