প্রার্থনা

হে মহান প্রভু
জীবনের অর্ধেকটা পথ অতিক্রম করে এসেছি
আজও তোমার দেখা পাই নি।
একজন মানুষ বলেছেন, তিনি তোমার প্রেরিত রাসুল
তিনি বলেছেন, তোমার সাথে তাঁর যোগাযোগ স্থাপন হয়েছে,
তিনি আরও বলেছেন, তুমি তাঁর উপরে কিতাব নাজিল করেছো।

হে মহান সৃষ্টিকর্তা,
সেই মানুষের নাম হযরত মুহাম্মদ (সাঃ),
তিনি বলেছেন,তুমি আল্লাহ আর তোমার মনোনীত ধর্ম ইসলাম,
যেহেতু তিনি তোমার কথা বলেছেন তাই আমি বিশ্বাস স্থাপন করেছি।

হে মহান আল্লাহ,
তাঁর কথায় বিশ্বাস স্থাপন করেছি কেননা তুমি আমাকে মুসলিম ঘরে পাঠিয়েছো।
তুমি আমাকে হিন্দু, বৌদ্ধ বা খৃষ্টান ঘরে পাঠালে আমি তাই বিশ্বাস করতাম।

হে মহান আল্লাহ,
আমি জানি না আমি ভুল পথে নাকি সঠিক পথে আছি,
তবে যেহেতু আমি বিশ্বাস স্থাপন করেছি
তাই আমাকে বিশ্বাসীদের তালিকায় স্থান দাও।
শুধু আমাকে নয়,
ঈসা মুসাও বলেছেন তঁদের সাথে তোমার যোগাযোগ স্থাপন হয়েছে
এবং অনেকে তাঁদের কথায় বিশ্বাস স্থাপন করেছে
স্মৃতি শ্রুতি থেকেও অনেকে বিশ্বাস স্থাপন করেছে
গৌতম বুদ্ধের কথাতেও অনেকে বিশ্বাস স্থাপন করেছে
যে যেই ধর্মে বিশ্বাস স্থাপন করেছে সবাইকে তুমি বিশ্বাসীদের তালিকায় স্থান দাও,
যেহেতু তুমি অন্তর্যামী তাই তুমি জানো কার অন্তরে কি আছে।

সব ধর্মে ভেক ধরা মানুষ আছে,
বহুরূপী মানুষ আছে,
সে অন্তরের খবর তুমিই জানো,
তাই অবিশ্বাসী হয়েও যারা বিশ্বাসীদের মতো আচরণ করে,
যে সব অবিশ্বাসীরা বিশ্বাসীদের বিভ্রান্ত করে,
তাদের খবর তুমিই জানো এবং তার বিচার তুমিই জানো।

আর যারা তোমাকে মনে মনে এবং প্রকাশ্যে অস্বীকার করে,
তোমাকে অজ্ঞেয়বাদ বলে অবজ্ঞা করে,
তাদের তুমি ক্ষমা করে দিও,
কারণ তারা যা বুঝেছে তাই বলেছে
এবং তারা তোমাকে বুঝতে পারে নি,
তারা আর যাই বলুক তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে না।
তুমি তাদের ক্ষমা করে দিও।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
প্রার্থনা, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-১০-২০২১ | ১২:৩৬ |

    সব ধর্মে ভেক ধরা মানুষ আছে,
    বহুরূপী মানুষ আছে,
    সে অন্তরের খবর তুমিই জানো,
    তাই অবিশ্বাসী হয়েও যারা বিশ্বাসীদের মতো আচরণ করে,
    যে সব অবিশ্বাসীরা বিশ্বাসীদের বিভ্রান্ত করে,
    তাদের খবর তুমিই জানো এবং তার বিচার তুমিই জানো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৭-১০-২০২১ | ৪:১০ |

    সুন্দর প্রকাশ। শুভ কামনা

    GD Star Rating
    loading...