তোমার চাহনি পূর্ণিমা চাঁদকে ম্লান করেছে
তোমার হাসিতে একগুচ্ছ রজনীগন্ধা ফুটেছে
তোমার ঠোঁট যেনো রক্তকরবী
তোমার রূপ সাদাকালো পৃথিবীকে করেছে রঙিন পৃথিবী
তোমাকে দেখে জন্ম নিয়েছে হাজার লক্ষ কবি
তোমাকে পাওয়ার জন্য শুধু একটিবার
জন্ম নিয়েছি আমি এই পৃথিবীতে বারবার
শত সহস্রবার এসেছি পৃথিবীতে ফিরে ফিরে
জমিয়ে রেখেছি ভালোবাসা শত সহস্রাব্দ ধরে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
হ্যাঁ তুমি-সেই তুমি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শত সহস্রবার এসেছি পৃথিবীতে ফিরে ফিরে
জমিয়ে রেখেছি ভালোবাসা শত সহস্রাব্দ ধরে।
loading...