বিস্ময়কর এক নজরুল

image-3

“ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর”

আমরা জানি সৃষ্টিকুল কখনো
খোদার আসন ‘আরশ’ ছেদ করতে পারে না।

যারা না বুঝে কবি নজরুলকে কাফের বলেছিলো
কিংবা এখনো যদি অনেকে সংশয়ে থেকে থাকেন
তাদের জন্য বলছি।

যে সব ধর্মগুরুরা খোদার বাণীকে বিকৃত করে দেয়
যারা জুজুর ভয় দেখিয়ে মুক্ত চিন্তা করতে বাঁধা দেয়
যারা আল্লাহর বাণীকে বিকৃত করে ভুল বুঝাতে চায়
আসল খোদাকে বানোয়াট খোদা বানিয়ে দেয়
সেই বানোয়াট খোদার বানোয়াট বাণী শুনিয়ে
ইহকালীন ধান্ধা লুটতে কৌশলে লিপ্ত হয় !

সেইসব বানোয়াট খোদার
বানোয়াট আসন ‘আরশ’ ভেঙে চুড়ে
ছেদ করে হয়ে উঠেছিলেন যিনি চির-বিস্ময় বিশ্ববিধাতৃর!
উচ্ছেদ করেছিলেন মুসলিমদের কুসংস্কারাচ্ছন্ন আগাছার মূল
তিনিই সেই মুসলিমদের
সত্য আলোর বিস্ময়
সত্য আলোর দিশারী
বিদ্রোহী কাজী নজরুল
বিদ্রোহী কাজী নজরুল
বিদ্রোহী কাজী নজরুল।

“ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন
আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন”

বৃটিশরা যখন অবিভক্ত এই উপমহাদেশে
আবির্ভূত হয়ে উঠতে চাইলো খোদার বেশে
সেই বৃটিশ খোদার বুকে পদচিহ্ন এঁকে দিয়ে
ভেঙে চুড়ে তচনচ করে অত্যাচারীর খড়গ থেকে মুক্তির জন্য
যিনি ফুটিয়ে দিয়েছিলেন বিষাক্ত হুল
তিনিই সেই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহী কাজী নজরুল
বিদ্রোহী কাজী নজরুল
বিদ্রোহী কাজী নজরুল।

ধর্মান্ধ অন্ধদের আলো দেখাতে
ধর্মাধর্মের হানাহানি আর যুদ্ধ ঠেকাতে
যিনি শোনালেন শ্যামা সঙ্গীত, হামদ, নাত আর গজল
যিনি ভেঙে দিলেন ধর্মীয় ইজমের সকল ভুল
সাম্প্রদায়িকতার সমুদ্রে নিমজ্জিত মানব জাতিকে
যিনি দেখিয়ে দিলেন অসাম্প্রদায়িকতার কূল
তিনিই সেই মানবতার অবতার
সাম্যবাদী কাজী নজরুল
সাম্যবাদী কাজী নজরুল
সাম্যবাদী কাজী নজরুল।

দোলন চাপা, চক্রবাক, ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিন্দোল
প্রেমিক নজরুল দিয়ে গেলেন প্রেম বিজয়ের প্রেমময় মঙ্গল।

দারিদ্র্যতার কষাঘাতেও ছিলো যাঁর সৎ-স্বভাব
শিক্ষার সুযোগেও ছিলো যাঁর বড়ই অভাব
সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে
যিনি ফোটালেন সাহিত্যের বাগানে অজস্র সুগন্ধি ফুল
তি্নিই সেই অসাধ্যের সাধক বিস্ময়কর এক নজরুল
বিস্ময়কর এক নজরুল
বিস্ময়কর এক নজরুল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৮-২০২১ | ১৯:৩২ |

    যিনি ফোটালেন সাহিত্যের বাগানে অজস্র সুগন্ধি ফুল
    তি্নিই সেই অসাধ্যের সাধক বিস্ময়কর এক নজরুল
    বিস্ময়কর এক নজরুল … বিস্ময়কর এক নজরুল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৮-০৮-২০২১ | ০:০৭ |

    খুব সুন্দর লিখেছেন l 

    GD Star Rating
    loading...