মানুষ আজ অপেক্ষায় আছে
উদ্বেপ উৎকণ্ঠা আর ভয়ে আছে
পৃথিবীর সব দেশের মানুষেরই আজ ভয়
ফুসফুস নষ্ট করা এই জীনাণুকে যারা ভয় করে না তারা সচেতন নয়।
ফাইট অর ফ্লাইট
মরো অথবা মারো
মানুষের চেয়ে করোনা বুদ্ধিমান নয়
মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে জীবাণুর রাজত্ব চলতে পারে না
মানুষ তা হতে দেবে না।
কিন্তু তোমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল করছো
ব্যাধি নিয়ে বানিজ্য করা যায় না – কিন্তু তোমরা তাই করছো
ভ্যাক্সিন নিয়ে বানিজ্য করা কাম্য নয় – কিন্তু তোমরা তাই করছো
তোমরা ভুল তথ্য দিচ্ছো
এক কোটি বিশ লাখ মানুষকে ইতিমধ্যে ওই জীবাণু টেনে নিয়ে গেছে মাটির নিচে
অথচ তোমরা সঠিক হিসাব রাখতে পারছো না।
ভ্যাক্সিন নিয়ে বানিজ্য করলে – জীবাণুরা বুঝে ফ্যালে
আর তখনি মিউটেড হয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে
ভ্যাক্সিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে ঘোষণা দাও অতি দ্রুত
আর পৃথিবীর সমস্ত মানুষকে ভ্যাক্সিন দাও – বিনা মূল্যে
আঠারো বছরের নিচে বা উপরে – এই ক্ষেত্রেও তোমরা ভুল করছো
করোনা’র বুদ্ধিমত্তা তোমরা এখনো যাচাই করতে সমর্থ হওনি
ফুসফুসের পর সে আক্রমণ করবে মানব মস্তিষ্কের ব্রেইনে
আর মানুষের পর মানুষ পাগল হতে থাকবে।
এসো—
বিনা মূল্যে ভ্যাক্সিন সরবরাহ করা হোক-
মানুষের ফুসফুস নষ্ট করার পূর্বে
মানুষের ব্রেইন নষ্ট করার পূর্বে
মানব সভ্যতা পচে যাওয়ার পূর্বে
এসো সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়া নিশ্চিত করি।
loading...
loading...
এক কোটি বিশ লাখ মানুষকে ইতিমধ্যে ওই জীবাণু টেনে নিয়ে গেছে মাটির নিচে

অথচ তোমরা সঠিক হিসাব রাখতে পারছো না।
মানব সভ্যতা পচে যাওয়ার পূর্বে
এসো সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়া নিশ্চিত করি।
loading...
এই প্রাণঘাতী ভাইরাসকে প্রতিহত করার জন্য আমাদের সবাইকে টিকা নিয়ে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি বর্তমানে লাইনে আছি।
loading...