আষাঢ় মাসে কথা ছিলো তোমার আসার
আশার আষাঢ় এসেছে আজ ভালোবাসার।
আকাশ ঘন কালোমেঘে অন্ধকার,
কদম ফুলে একাকার চারিধার।
বৃষ্টি স্নাত কদম-ঘ্রাণে এগিয়ে চলি জোর কদমে,
ভালোবাসাতেই শক্তি যখন উত্তমে আর অধমে।
আশার আলো জ্বলেছে আজ নতুন আষাঢ় এসেছে বলে,
আশার ভালোবাসার আষাঢ় ভিজবে কি তবে অশ্রুজলে!
আশায় আশায় আছি আজও আসার অপেক্ষায়,
জীবন তবে যাবে কি কেটে শুধুই অপেক্ষায়!
তবুও আমি তেমন পাত্র নই তো হাল ছেড়ে দেবার,
আসবেই তুমি এক আষাঢ়ে সময় তবে হলেই আসবার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আশায় আশায় আছি আজও আসার অপেক্ষায়,
জীবন তবে যাবে কি কেটে শুধুই অপেক্ষায়!
loading...
মনের আশা আর বৃষ্টিময় আষাঢ় নিয়ে চমৎকার লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো।
loading...