তবুও কেন থাকো দূরে দূরে?

তোমার ভালোবাসার ওজন অনেক বেশি।
পাথরের পাহাড়ের মতো চাপ দিয়ে ধরে আমার বুকে;
আমি সে ভার সইতে পারি না।
তবুও সইতে হয় কেন-না তুমি থাকো আমার থেকে দূরে।

তোমার ভালোবাসার আকর্ষন; মধ্যাকর্ষণের চেয়েও বেশি।
মনে হয় সৌর চুম্বকের মতো আমাকে টেনে ধরে;
আমি সামাল দিতে পারি না।
তবুও কেন তুমি এখনো থাকো দূরে দূরে?

তোমার ভালোবাসার আগুন আগ্নেয়গিরির চেয়ে বেশি
আমার অস্তিত্ব এ আগুনের উত্তাপ নিতে পারে না
তবুও নিতে হয়; আমার প্রতিটি কোষ যায় পুড়ে পুড়ে।
জানিনা তবুও তুমি কেন থাকো দূরে দূরে?

কেন যে তোমাকে এতোদিন আগে আমি দেখলাম না?
ভালোবাসায় যে এতো শক্তি কেন আগে জানলাম না?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৫-২০২১ | ১০:২৬ |

    ভালো মানের কবিতা নিঃসন্দেহে। একরাশ শুভেচ্ছা কবি মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...